আই সি চকো

ভারতীয় ভূতত্ত্ববিদ ও ভাষাবিদ

ইলিপরমবিল কোরাহ চকো (১৮৭৫-১৯৬৬) ভারতের কেরালার বিশিষ্ট ভূতত্ত্ববিদ, ভাষাবিজ্ঞানী, লেখক এবং ব্যাকরণবিদ ছিলেন। [১]

তিনি কেরালার আলাপ্পুজার কুট্টানাদের পুলিঙ্কুন্নুতে জন্মগ্রহণ করেছিলেন। এরনাকুলামের মহারাজাস কলেজ থেকে স্নাতক শেষ করার পরে তিনি লন্ডনে চলে যান এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইম্পেরিয়াল কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পদার্থবিদ্যার পড়াশোনা করেন। তিনি রয়েল স্কুল অফ মাইনের সহযোগী হয়েছিলেন। তিনি ত্রিবাঙ্কুর রাজ্যের রাজ্য ভূতত্ত্ববিদ এবং শিল্প পরিচালক ছিলেন।

তিনি ইংরেজি, মালায়ালম এবং সংস্কৃতেরও বিখ্যাত লেখক ছিলেন। তিনি কেরালা সাহিত্য অকাদেমি পুরস্কারের (১৯৫৫ সালে প্রতিষ্ঠিত) দ্বিতীয় প্রাপক ছিলেন, যা ১৯৫৬ সালে তাঁর কাজ 'পান্নেয় প্রদ্যোদিধাম' এর জন্য তাকে দেয়া হয়েছিল। একাডেমিরও তাঁর নামে একটি এন্ডোমেন্ট পুরস্কার রয়েছে। [২] তাঁর অন্যান্য রচনায় সংস্কৃত কাব্যগ্রন্থ 'ক্রিস্টথাওজেন্ডনেইম' (খ্রিস্টের হাজার নাম) অন্তর্ভুক্ত রয়েছে। পোপ তাঁকে 'শেভালিয়ার' পদে ভূষিত করেছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

  • "`I. C. Chacko, Illiparambil'"। D. C. Kandathil, NYU। ৬ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-১২-২৩