আইয ইবনে আমর ইবনে উবাইদ ইবনে ইয়াযিদ আল মুযানি মুহাম্মাদের একজন হাদিস বর্ণনাকারী সাহাবা ছিলেন। তিনি মদিনাতে জন্মগ্রহণ করেছিলেন।[১][২] তার উপনাম আবু হুরায়রা।

হাদিস বর্ণনা সম্পাদনা

তিনি বসরাতে বসবাস করতেন। এখানে তিনি হাদিস শোনাতেন ও ইসলামী শিক্ষা দিতেন। তার থেকে থেকে অনেকেই হাদিস বর্ণনা করেছেন। তাদের মধ্যে রয়েছেন-

মৃত্যু সম্পাদনা

ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার শাসন আমলে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর প্রাক্কালে আবু বারযাহ আল আসলামি যেন তার জানাজার ইমামতি করে সেই অসিয়ত করেছিলেন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. (ইবনুল আসির,উসদুল গাবা ৩য় খণ্ড / ৯৮) 
  2. [ইসলামী বিশ্বকোষ ১ম খন্ড/ ৫৯ পৃষ্ঠা] 
  3. ইবনে হাজার আসকালানি, (আল ইসাবা ১ম খন্ড ২৪২, হাদিস নং ৪৪৪৮)