আইভি রহমান সুইমিংপুল
আইভি রহমান সুইমিংপুল বাংলাদেশের প্রথম সাঁতার ক্রীড়া আয়োজন ও প্রশিক্ষণ সুইমিংপুল।[১] ১৯৭০-এর দশকে নির্মিত ক্রীড়া স্থাপনাটি ঢাকা মহানগরীর পল্টনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের অন্তর্গত। ঢাকা মহানগরীতে অবস্থিত তিনটি সুইমিংপুলের অন্যতম। বাংলাদেশের সকল সাঁতার ক্রীড়া আয়োজনের সরকারি ভেন্যুর মতই এটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভূক্ত।[২] বাংলাদেশ সুইমিং ফেডারেশন পুলটির দেখভাল করে।[৩] এটির বর্তমান নাম আইভি রহমানের মরনোত্তর সম্মানে নামকরণ করা হয়েছে।[৪]
আইভি রহমান সুইমিংপুল | |
---|---|
২৩°৪৩′৪৫″ উত্তর ৯০°২৪′৫১″ পূর্ব / ২৩.৭২৯১৯৯° উত্তর ৯০.৪১৪০২৯° পূর্ব | |
ঠিকানা | বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্স, পুরানা পল্টন |
ডাককোড | ঢাকা - ১০০০ |
পরিচালনায় | বাংলাদেশ সুইমিং ফেডারেশন |
মালিকানাধীন | জাতীয় ক্রীড়া পরিষদ |
অবস্থা | সক্রীয় |
বৈশিষ্ট্য | |
৮ লেনের সুইমিংপুল |
আয়োজন
সম্পাদনাআইভি রহমান সুইমিংপুল বিভিন্ন সাঁতার প্রতিযোগিতা আয়োজনের ভেন্যু।[৫] বাংলাদেশ সুইমিং ফেডারেশন এখানে সাঁতার প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করে।[১][৬] এছাড়া বেসরকারী উদ্যোগে প্রশিক্ষণের জন্য পুলটির ব্যবহার হয়।[৭]
কাঠামো
সম্পাদনাএটি খোলা আকাশের নিচে উম্মুক্ত ৮ লেন বিশিষ্ট সুইমিংপুল। পুলটির দুইপাশে ৫ ধাপ বিশিষ্ট সহস্রাধিক দর্শক ধারণক্ষমতা সম্পন্ন গ্যালারি আছে।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ রওশন, শরীফ (২০২৪-০১-২৬)। "অযত্ন-অবহেলায় আইভি রহমান সুইমিংপুল"। এখন টিভি। ২০২৪-০৮-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৯।
- ↑ "সুইমিংপুল (ঢাকা মহানগরীর অভ্যন্তরে)"। জাতীয় ক্রীড়া পরিষদ। ২০২৪-০৬-৩০। ২০১৯-০৯-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৯।
- ↑ ক খ "অযত্ন-অবহেলায় আইভি রহমান সুইমিংপুল"। স্পোর্টসমেইল২৪। ২০১৭-১০-৩১। ২০২৪-০৮-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৯।
- ↑ "৭ দিনের মধ্যে স্কোরবোর্ডের অবস্থা জানতে চান পাপন"। ঢাকা পোস্ট। ২০২৪-০৫-২৮। ২০২৪-০৮-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৯।
- ↑ "সাঁতারে চ্যাম্পিয়ন মিদুল হাসান"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০২৪-০৫-১৭। ২০২৪-০৮-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৯।
- ↑ "সাঁতার শেখার ও অনুশীলনের নিয়মাবলী"। বাংলাদেশ সুইমিং ফেডারেশন। ২০২০-০২-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৯।
- ↑ "সুইমিংপুলে শিশুদের মহানন্দ"। জাগো নিউজ। ২০১৬-০৪-০১। ২০২৪-০৮-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৯।