আঁধারে আলো (১৯৫৭-এর চলচ্চিত্র)
আঁধারে আলো হরিদাস ভট্টাচার্য্য পরিচালিত ১৯৫৭ সালের বাংলা ভাষার ভারতীয় নাট্য চলচ্চিত্র। শ্রীমতি পিকচার্সের ব্যানারের চলচ্চিত্রটি প্রযোজনা করেন কানন ভট্টাচার্য্য। এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত আঁধারে আলো গল্প অবলম্বনে নির্মিত। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন সুমিত্রা দেবী, বসন্ত চৌধুরী ও বিকাশ রায়।[১] চলচ্চিত্রটি ১৯৫৭ সালের ১২ই এপ্রিল নারায়ণ পিকচার্স প্রাইভেট লিমিটেডের ব্যানারে মুক্তি পায়।[২] এটি ৫ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দ্বিতীয় শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও শ্রেষ্ঠ বাংলা ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য রাষ্ট্রপতির রৌপ্যপদক বিভাগে পুরস্কৃত হয়।[৩]
আঁধারে আলো | |
---|---|
![]() চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | হরিদাস ভট্টাচার্য্য |
প্রযোজক | কানন ভট্টাচার্য্য |
চিত্রনাট্যকার | হরিদাস ভট্টাচার্য্য |
উৎস | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক আঁধারে আলো |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | জ্ঞানপ্রকাশ ঘোষ |
চিত্রগ্রাহক | জি. কে. মেহতা |
সম্পাদক | দুলাল দত্ত |
প্রযোজনা কোম্পানি | শ্রীমতী পিকচার্স |
পরিবেশক | নারায়ণ পিকচার্স প্রাইভেট লিঃ |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
অভিনয়শিল্পীদল
সম্পাদনা- সুমিত্রা দেবী - বিজলী
- বসন্ত চৌধুরী - সত্যেন্দ্র
- বিকাশ রায়
- যমুনা সিংহ - রাধারাণী
- নীলিমা দাস
- পদ্মা দেবী - সত্যেন্দ্রের মা
- জীবন বোস
- ভানু বন্দ্যোপাধ্যায়
- অমর মল্লিক
- তুলসী চক্রবর্তী
- শ্যাম লাহা
- অজিত চট্টোপাধ্যায়
- খগেন পাঠক
- অনাদি বন্দ্যোপাধ্যায়
- শৈলেন মুখোপাধ্যায়
- পান্নালাল
- শ্রীমান বুলু
সঙ্গীত
সম্পাদনাআঁধারে আলো চলচ্চিত্রের সুর করেন জ্ঞানপ্রকাশ ঘোষ। গীত রচনা করেছেন শ্যামল গুপ্ত। গানে কণ্ঠ দেন সন্ধ্যা মুখোপাধ্যায় ও মানবেন্দ্র মুখোপাধ্যায়।[১]
সকল গানের গীতিকার শ্যামল গুপ্ত; সকল গানের সুরকার জ্ঞানপ্রকাশ ঘোষ।
গানের তালিকা | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
১. | "পিয়া বিনা নাহি নিঁদ আঁখিপাতে" | সন্ধ্যা মুখোপাধ্যায় | |
২. | "আমার জীবনে আজ" | সন্ধ্যা মুখোপাধ্যায় | |
৩. | "যে বঁধু লাগিয়া, রজনী জাগিয়া" | সন্ধ্যা মুখোপাধ্যায় | |
৪. | "সখি, কহিও বধুর কানে" | সন্ধ্যা মুখোপাধ্যায় | |
৫. | "খেয়াঘাটে একলা বসে আছি" | মানবেন্দ্র মুখোপাধ্যায় |
পুরস্কার
সম্পাদনা- বিজয়ী: দ্বিতীয় শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র - হরিদাস ভট্টাচার্য্য
- বিজয়ী: শ্রেষ্ঠ বাংলা ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য রাষ্ট্রপতির রৌপ্যপদক - হরিদাস ভট্টাচার্য্য
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "আঁধারে আলো (১৯৫৭)"। বাংলাসিনেমা১০০। তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২৪।
- ↑ "Andhare Alo"। দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২৪।
- ↑ ক খ "5th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ২২ মার্চ ২০১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে আঁধারে আলো (ইংরেজি)