অ্যারন ওয়ান-বিসাকা

অ্যারন ওয়ান-বিসাকা (ইংরেজি: Aaron Wan-Bissaka; জন্ম: ২৬ নভেম্বর ১৯৯৭) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণাত্মক রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

অ্যারন ওয়ান-বিসাকা
২০১৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হতে ওয়ান-বিসাকা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম অ্যারন ওয়ান-বিসাকা[১]
জন্ম (1997-11-26) ২৬ নভেম্বর ১৯৯৭ (বয়স ২৬)[২]
জন্ম স্থান ক্রয়ডন, ইংল্যান্ড
উচ্চতা ৬ ফুট ০ ইঞ্চি (১.৮৩ মি)[৩]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ম্যানচেস্টার ইউনাইটেড
জার্সি নম্বর ২৯
যুব পর্যায়
জুনিয়র এলিট
২০০৯–২০১৭ ক্রিস্টাল প্যালেস
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৭–২০১৯ ক্রিস্টাল প্যালেস ৪২ (০)
২০১৯– ম্যানচেস্টার ইউনাইটেড ৩০ (০)
জাতীয় দল
২০১৫ কঙ্গো অনূর্ধ্ব-২০ (০)
২০১৮ ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ (০)
২০১৮–২০১৯ ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৫:৫৪, ৫ জুলাই ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৫:৫৪, ৫ জুলাই ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ফুটবল ক্লাব জুনিয়র এলিটের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ওয়ান-বিসাকা ফুটবল জগতে প্রবেশ করেন; অতঃপর তিনি ক্রিস্টাল প্যালেসের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৬–১৭ মৌসুমে, ক্রিস্টাল প্যালেসের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন। ক্রিস্টাল প্যালেসে তিনি ২ মৌসুম অতিবাহিত করেছেন; যেখানে তিনি ৪২টি ম্যাচ খেলেছেন। ২০১৯–২০ মৌসুমে, তিনি ৫৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ক্রিস্টাল প্যালেস হতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগদান করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "List of Players under Written Contract Registered Between 01/04/2018 and 30/04/2018"। The Football Association। পৃষ্ঠা 4। ২৪ অক্টোবর ২০১৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। 
  2. "Aaron Wan-Bissaka: Overview"। ESPN। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২০ 
  3. "A. Wan-Bissaka: Summary"Soccerway। Perform Group। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা