অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা (১৯৫৯-এর চলচ্চিত্র)

অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা (ইংরেজি: Antony and Cleopatra) হল উইলিয়াম শেকসপিয়র রচিত একই নামের একটি নাটক অবলম্বনে নির্মিত এবং ১৯৫৯ সালে সম্প্রচারিত একটি অস্ট্রেলিয়ান টেলিভিশন নাটক।[১] সেই যুগে অস্ট্রেলিয়ান টেলিভিশন নাটক খুব বেশি নির্মিত হত না।[২]

অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা
পরিচালকক্রিস্টোফার মুয়্যার
প্রযোজকক্রিস্টোফার ম্যুয়ার
রচয়িতাআর্থার চিপার
উৎসউইলিয়াম শেকসপিয়র রচিত নাটক অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা
প্রযোজনা
কোম্পানি
মুক্তি১৭ জুন, ১৯৫৯ (মেলবোর্ন) (লাইভ)
স্থিতিকাল১২৫ মিনিট
দেশঅস্ট্রেলিয়া
ভাষাইংরেজি

মেলবোর্ন থেকে এটি সরাসরি সম্প্রচারিত হয় এবং পরে সিডনিতে রেকর্ডকৃত ও পর্দায় প্রদর্শিত হয়। একই সময়ে এবিসি-তে হ্যামলেট প্রযোজনাটি সম্প্রচারিত হয়। এটি সিডনি থেকে সরাসরি সম্প্রচারিত হয়েছিল এবং মেলবোর্নে রেকর্ডকৃত ও পর্দায় প্রদর্শিত হয়েছিল।[৩]

কলাকুশলী সম্পাদনা

  • বেটি কফম্যান – ক্লিওপেট্রা
  • কেইথ এডেন – অ্যান্টনি
  • কেভিন মাইলস - সিজার

প্রতিক্রিয়া সম্পাদনা

সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকার সমালোচক লিখেছিলেন:

এই প্রযোজনায়... শেকসপিয়রের ভাষার সমৃদ্ধ বুনটের মাধ্যমে খুব বেশি আড়ম্বর বা কাব্য প্রকাশিত হয়নি, যদিও এই মেলবোর্ন চলচ্চিত্রায়নে প্রেম ও যুদ্ধের ঋজু বর্ণনা যথেষ্টই সন্তোষজনক। দু’টি বিষয় প্রেম ও ভাষার তাপমাত্রা হ্রাস করতে সাহায্য করেছে; প্রথমত, আর্থার চিপার কর্তৃক নাটকের প্রথমার্ধের পুনর্বিন্যাস অত্যন্ত পটুতার পরিচায়ক হয়েছে, কিন্তু এই সম্পাদনা আবেগপ্রবণ নয়, বরং রাজনৈতিক সুরে বাঁধা, এবং দ্বিতীয়ত, প্রযোজক ক্রিস্টোফার ম্যুয়ারের ক্যামেরা ও আলোর ব্যবহার কয়েকটি দৃশ্য বাদে সমগ্র নাটকের মেজাজ, পরিবেশ ও ক্রমবর্ধমান উত্তেজনার নিচে একটি কল্পনাশ্রয়ী রেখা অঙ্কন করেছে।[৪][৫]

বুলেটিন পত্রিকাও এটির বিরূপ সমালোচনা করে।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "A BIG NEW DEAL FOR COLOR TV"The Australian Women's Weekly27 (7)। ২২ জুলাই ১৯৫৯। পৃষ্ঠা 50। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৬ – National Library of Australia-এর মাধ্যমে। 
  2. Vagg, Stephen (ফেব্রুয়ারি ১৮, ২০১৯)। "60 Australian TV Plays of the 1950s & '60s"Filmink 
  3. "Two Productions of Shakespeare"। Sydney Morning Herald। ১৫ জুন ১৯৫৯। পৃষ্ঠা 17। 
  4. "Live Antony and Cleopatra on TV"। Sydney Morning Herald। ৯ জুলাই ১৯৫৯। পৃষ্ঠা 6। 
  5. উদ্ধৃতি: Not much of the pomp and poetry came through the rich texture of Shakespeare's language in the... production.. although as a straightforward account of love and war this Melbourne performance Was satisfactory enough. Two things helped to lower the temperature of the love and the language; first, Arthur Chipper's rearrangement of the first half of the play was quite skillful, but the cutting was on a political rather than on a passionate bias, and second, producer Christopher Muir'_s use of cameras and- lighting did little—except in a few scenes — to imaginatively underline the play's mood, atmosphere, and growing tensions.
  6. The bulletin, John Haynes and J.F. Archibald, ১৮৮০, সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা