অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা (১৯১৩-এর চলচ্চিত্র)

অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা (ইতালিয়ান: Marcantonio e Cleopatra) হল ১৯১৩ সালে মুক্তিপ্রাপ্ত এবং এনরিকো গুয়াজ্জোনি পরিচালিত একটি ইতালিয়ান নির্বাক ঐতিহাসিক চলচ্চিত্র। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন গিয়ান্না টেরিবিলি-গোঞ্জালেস, অ্যামলেটো নোভেল্লিইগনাজিও লুপি। ছবিটি নির্মিত হয়েছিল উইলিয়াম শেকসপিয়রের নাটক অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা অবলম্বনে। এছাড়া পিয়েত্রো কোসা রচিত একটি কবিতার থেকেও এই ছবিটি অনুপ্রাণিত হয়েছিল।

অ্যাণ্টনি অ্যান্ড ক্লিওপেট্রা
পপুলার ইলেক্ট্রিসিটি পত্রিকায় সাধারণ ইংরেজিতে বিজ্ঞাপন
পরিচালকএনরিকো গুয়াজ্জোনি
রচয়িতাউইলিয়াম শেকসপিয়র (নাটক)
পিয়েত্রো কোসা (কবিতা)
শ্রেষ্ঠাংশেগিয়ান্না টেরিবিলি-গোঞ্জালেস
অ্যামলেটো নোভেল্লি
ইগনাজিও লুপি
চিত্রগ্রাহকআলেসসান্দ্রো বোনা
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকসোসিয়েতা ইতালিয়ানা সিনেস
মুক্তি২৬ সেপ্টেম্বর, ১৯১৩
দেশইতালি
ভাষানির্বাক
ইতালিয়ান অন্তর্লিপি

কলাকুশলী সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  • Hatchuel, Sarah & Vienne-Guerrin, Nathalie. Shakespeare on Screen: The Roman Plays. Publication Univ Rouen Havre, 2009.

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:Enrico Guazzoni