অ্যানিমাল প্ল্যানেট (ভারত)

অ্যানিমাল প্ল্যানেট হল একটি ভারতীয় টেলিভিশন চ্যানেল যেটি ২৯ মার্চ ১৯৯৯ হতে সম্প্রচার কার্যক্রম শুরু করে। উদ্বোধনের তারিখ একাধিকবার পেছানোর কারণে চ্যানেলটি উদ্বোধন হতে কয়েকমাস দেরি করে। ২০০৮ সালের ১ এপ্রিল থেকে চ্যানেলটি হিন্দি ভাষায় অডিও ফিড প্রবর্তন করে। ২০০৮ সালের ১লা অক্টোবর থেকে চ্যানেলটি তার বর্তমান লোগোটি ধারণ করে। বতর্মানে চ্যানেলটি ভারতের ডিজিটাল কেবল এবং ডিটিএইচ সংযোগ থেকে ইংরেজি এবং হিন্দি ভাষার অডিও ফিডসহ দেখতে পাওয়া যায়।

অ্যানিমাল প্ল্যানেট
एनिमल प्लैनेट
উদ্বোধনমার্চ ২৯, ১৯৯৯
মালিকানাডিসকভারি নেটওয়ার্ক এশিয়া
চিত্রের বিন্যাস480i (SDTV) 1080i (HDTV)
ভাষাইংরেজি
হিন্দি
প্রচারের স্থানভারত
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
ডিসকভারি চ্যানেল
ডিসকভারি চ্যানেল তামিল
ডিসকভারি ট্রাভেল এন্ড লিভিং
ওয়েবসাইটanimalplanetindia.com

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা