অ্যাথলেটিক ক্লাব কঁব্রে
অ্যাথলেটিক ক্লাব ক্যামব্রেসিয়েন ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত একটি ফরাসী ফুটবল ক্লাব যারা ফরাসী ফুটবল
অ্যাথলেটিক ক্লাব কঁব্রে (সাধারণত এসি কঁব্রে অথবা শুধুমাত্র কঁব্রে (ফরাসি : [kɑ̃bʁɛ] () নামে পরিচিত) হচ্ছে )কঁব্রে ভিত্তিক একটি ফরাসি পেশাদার ফুটবল ক্লাব।[২] এই ক্লাবটি বর্তমানে ফ্রান্সের চতুর্থ স্তরের ফুটবল লীগ আঞ্চলিক ১-এ খেলে। এই ক্লাবটি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এসি কঁব্রে তাদের সকল হোম ম্যাচ কঁব্রের লিবার্টি স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২,০০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ভ্যাঁসঁত কারপঁতিয়ে এবং সভাপতির দায়িত্ব পালন করছেন জঁ-পল লুসিয়ানি।
পূর্ণ নাম | অ্যাথলেটিক ক্লাব কঁব্রে |
---|---|
ডাকনাম | লে এসসিও লে স্কোইস্ত লে নোয়া এত ব্লঁ (কালো এবং সাদা) |
প্রতিষ্ঠিত | ১৯১৯ |
মাঠ | লিবার্টি স্টেডিয়াম[১] |
ধারণক্ষমতা | ২,০০০ |
সভাপতি | ![]() |
ম্যানেজার | ![]() |
লিগ | আঞ্চলিক ১ |
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট |
অর্জন
সম্পাদনা- অপেশাদার ফরাসি চ্যাম্পিয়নশিপ রানার আপ: ১৯৬৬
- দঅনার নর্ড চ্যাম্পিয়ন: ১৯৬৪, ১৯৮৪
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "স্টেডিয়াম"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২০।
- ↑ "দলের তথ্য"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ফরাসি) (ইংরেজি)