অ্যাডোবি আফটার এফেক্টস

(অ্যাডোবি আফটার ইফেক্ট থেকে পুনর্নির্দেশিত)

অ্যাডোবি আফটার ইফেক্ট হল ভিজুয়্যাল ইফেক্ট , মোশন গ্রাফিক্স ও ভিডিও কম্পোজিং এর জন্য একটি বিশ্বসেরা সফটওয়্যার যেটি তৈরি করেছে এ্যাডোবি সিস্টেমস ইনকর্পোরেট .

অ্যাডোবি আফটার এফেক্টস
মূল উদ্ভাবককোম্পানি অব সাইন্স এন্ড আর্ট
উন্নয়নকারী
প্রাথমিক সংস্করণজানুয়ারি ১৯৯৩; ৩১ বছর আগে (1993-01)
স্থিতিশীল সংস্করণ
CC 2019 (16.0.1.48) / ১০ ডিসেম্বর ২০১৮; ৫ বছর আগে (2018-12-10)
যে ভাষায় লিখিতসি++[তথ্যসূত্র প্রয়োজন]
অপারেটিং সিস্টেমউইন্ডোজ ১০ (শুধুমাত্র x64) v1703 and later, ম্যাক ওএস 10.12 Sierra or later
ধরনVisual effects, Motion graphics, Compositing, Computer animation
লাইসেন্সTrialware, software as a service (SaaS)
ওয়েবসাইটwww.adobe.com/products/aftereffects

এটি বিভিন্ন টিভি প্রোগাম থেকে শুরু করে ফিল্মমেকিং এর কাজে বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার । এটি বিশেষ করে কিইং , ট্রাকিং , কম্পোজিং এবং এ্যানিমেশন এর কাজে ব্যবহৃত হয় ।

অ্যাডোবি আফটার ইফেক্ট দ্বারা আকর্ষনীয় ভিডিও লোগো থেকে শুরু করে সকল ধরনের ভিডিও কম্পোজ করা যায় । এর দ্বারা বিভিন্ন ধরনের কার্টুন ক্যারেক্টার ডিজাইন করা যায় এবং এদের টুডি এ্যানিমেশন এ রূপান্তর করা যায় ।

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা