অ্যাঞ্জেলিনা জোলির চলচ্চিত্র তালিকা

উইকিমিডিয়া তালিকা নিবন্ধ

অ্যাঞ্জেলিনা জোলি হলেন একজন মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা। ১৯৮২ সালে লুকিন’ টু গেট আউট চলচ্চিত্রে শিশু অভিনেত্রী হিসেবে তার অভিষেক হয়। এতে তিনি তার পিতা জন ভইটের সাথে অভিনয় করেন। ১১ বছর পর স্বল্প বাজেটের সাইবর্গ ২ চলচ্চিত্রে অভিনয় করেন, ছবিটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়। তার পরবর্তী চলচ্চিত্র হ্যাকারস বক্স অফিসে সফল না হলেও সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়। জর্জ ওয়ালেস (১৯৯৭) টিভি চলচ্চিত্রে পার্শ্ব ভূমিকায় অভিনয় করে তিনি সফল হন এবং সেরা টিভি পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন এবং মিনি ধারাবাহিক বা টিভি চলচ্চিত্রে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারে মনোনীত হন। ১৯৯৮ সালে এইচবিও টেলিভিশনের জিয়া টিভি চলচ্চিত্রে অভিনয় করে সেরা টিভি অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারস্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার লাভ করেন।

২০১০ সালে সান দিয়েগো কমিক কনে জোলি
বছর চলচ্চিত্র চরিত্রের নাম টীকা
১৯৮২ লুকিন’ টু গেট আউট টোশ
১৯৯৩ অ্যাঞ্জেলা এন্ড ভিরিলি অ্যাঞ্জেলা ২ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
অ্যালিস এন্ড ভিরিলি অ্যালিস ২ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
সাইবর্গ ২ ক্যাসেলা ‘ক্যাশ’ রীজ
১৯৯৫ উইদাউট এভিডেন্স জোডি সোয়ারিনজেন
হ্যাকারস কেট ‘এসিড বার্ন’ লিবি
১৯৯৬ মোজাভে মুন এলিয়ানর ‘এলি’ রিগবি
লাভ ইজ অল দেয়ার ইজ জিনা মালাসিসি
ফক্স ফায়ার মার্গারেট ‘লেগস’ স্যাডোভস্কি
১৯৯৭ প্লেয়িং গড ক্লেয়ার
১৯৯৮ হেল’স কিচেন গ্লোরিয়া ম্যাকনিয়ারি
প্লেইং বাই হার্ট জোয়ান ন্যাশনাল বোর্ড অফ রিভিউ পুরস্কার - সাফল্যমণ্ডিত অভিনেত্রী
পুশিং টিন ম্যারি বেল
১৯৯৯ দ্য বোন কালেক্টর অ্যামেলিয়া ডোনাঘি
গার্ল, ইন্টারাপ্টেড লিসা রো একাডেমি পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেত্রী)
ব্রডকাস্ট ফিল্ম ক্রিটিক্‌স অ্যাসোসিয়েশন পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেত্রী)
গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেত্রী - চলচ্চিত্র)
স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেত্রী - চলচ্চিত্র)
মনোনীত — শিকাগো ফিল্মস ক্রিটিক্‌স অ্যাসোসিয়েশন পুরস্কার (সেরা অভিনেত্রী)
২০০০ গন ইন সিক্সটি সেকেন্ডস সারা ‘সোয়ে’ ওয়েল্যান্ড
২০০১ লারা ক্রফ্‌ট: টুম্ব রেইডার লারা ক্রফ্‌ট মনোনীত — এমটিভি মুভি পুরস্কার (সেরা অভিনেত্রী)
মনোনীত — এমটিভি মুভি পুরস্কার (সেরা যুদ্ধকৌশল)
অরিজিনাল সিন জুলিয়া রাসেল
২০০২ লাইফ অর সামথিং লাইক ইট লেনি কেরিগ্যান
২০০৩ লারা ক্রফ্‌ট টুম্ব রেইডার: দ্য
ক্রেডেল অফ লাইফ
লারা ক্রফ্‌ট
বিয়ন্ড বর্ডারস সারাহ জর্ডান
২০০৪ টেকিং লাইভস ইলিয়ানা স্কট
শার্ক টেল লোলা কণ্ঠদান
স্কাই ক্যাপ্টেন এন্ড দ্য
ওয়ার্ল্ড অফ টুমরো
ফ্রান্সেসকা ‘ফ্র্যাঙ্কি’ কুক পিপল’স চয়েজ পুরস্কার – জনপ্রিয় নারী অ্যাকশন তারকা
দ্য ফিভার একজন বিপ্লবী অতিথি উপস্থিতি
আলেকজান্ডার অলিম্পাস
২০০৫ মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ জেন স্মিথ এমটিভি মুভি পুরস্কার (সেরা যুদ্ধকৌশল)
মনোনীত — এমটিভি মুভি পুরস্কার (সেরা চুম্বন)
মনোনীত — পিপল’স চয়েজ পুরস্কার – জনপ্রিয় নারী চলচ্চিত্র তারকা
মনোনীত — পিপল’স চয়েজ পুরস্কার – জনপ্রিয় নারী অ্যাকশন তারকা
মনোনীত — পিপল’স চয়েজ পুরস্কার – জনপ্রিয় পর্দার জুটি (ব্র্যাড পিটের সঙ্গে একত্রে)
২০০৬ দ্য গুড শেপার্ড মার্গারেট রাসেল
২০০৭ আ প্লেস ইন টাইম তথ্যচিত্র
আ মাইটি হার্ট মারিয়ান পার্ল মনোনীত — ব্রডকাস্ট ফিল্ম ক্রিটিক্‌স অ্যাসোসিয়েশন পুরস্কার (সেরা অভিনেত্রী)
মনোনীত — শিকাগো ফিল্ম ক্রিটিক্‌স অ্যাসোসিয়েশন (সেরা অভিনেত্রী)
মনোনীত — গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেত্রী - নাট্য চলচ্চিত্র)
মনোনীত — ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট পুরস্কার (সেরা মূল নায়িকা)
মনোনীত — লন্ডন ফিল্ম ক্রিটিক্‌স সার্কল পুরস্কার (সেরা অভিনেত্রী)
মনোনীত — অনলাইন ফিল্ম ক্রিটিক্‌স পুরস্কার (সেরা অভিনেত্রী)
মনোনীত — স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার (সেরা অভিনেত্রী - চলচ্চিত্র)
বেউল্‌ফ গ্রেন্ডালের মা মনোনীত — এমটিভি মুভি পুরস্কার (সেরা খলনায়ক)
২০০৮ কুং ফু পান্ডা মাস্টার টাইগ্রেস কণ্ঠদান
ওয়ান্টেড ফক্স পিপল’স চয়েজ পুরস্কার – জনপ্রিয় নারী অ্যাকশন তারকা
মনোনীত — পিপল’স চয়েজ পুরস্কার – জনপ্রিয় নারী চলচ্চিত্র তারকা
মনোনীত — এমটিভি মুভি পুরস্কার (সেরা অভিনেত্রী)
মনোনীত — এমটিভি মুভি পুরস্কার (সেরা চুম্বন)
মনোনীত — এমটিভি মুভি পুরস্কার (সেরা ডব্লিউটিএফ মুহূর্ত)
চেঞ্জলিং ক্রিস্টিন কলিন্স স্যাটার্ন পুরস্কার (সেরা অভিনেত্রী)
মনোনীত — একাডেমি পুরস্কার (সেরা অভিনেত্রী)
মনোনীত — বাফটা পুরস্কার (সেরা অভিনেত্রী)
মনোনীত — ব্রডকাস্ট ফিল্ম ক্রিটিক্‌স অ্যাসোসিয়েশন পুরস্কার (সেরা অভিনেত্রী)
মনোনীত — শিকাগো ফিল্ম ক্রিটিক্‌স অ্যাসোসিয়েশন পুরস্কার (সেরা অভিনেত্রী)
মনোনীত — গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেত্রী - নাট্য চলচ্চিত্র)
মনোনীত — লন্ডন ফিল্ম ক্রিটিক্‌স সার্কল পুরস্কার (সেরা অভিনেত্রী)
মনোনীত — স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার (সেরা অভিনেত্রী - চলচ্চিত্র)
২০১০ সল্ট এভেলিন সল্ট মনোনীত — পিপল’স চয়েজ পুরস্কার – জনপ্রিয় অ্যাকশন তারকা
মনোনীত — পিপল’স চয়েজ পুরস্কার – জনপ্রিয় নারী চলচ্চিত্র তারকা
মনোনীত — স্যাটার্ন পুরস্কার (সেরা অভিনেত্রী)
দ্য ট্যুরিস্ট এলিস ক্লিফটন-ওয়ার্ড মনোনীত — গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেত্রী - কমেডি বা সঙ্গীতধর্মী চলচ্চিত্র)
২০১১ কুং ফু পান্ডা ২ মাস্টার টাইগ্রেস কণ্ঠ অভিনেত্রী
ইন দ্য ল্যান্ড অফ ব্লাড অ্যান্ড হানি
২০১৪ ম্যালিফিসেন্ট ম্যালেফিসেন্ট
২০১৫ বাই দ্য সি ভ্যানেসা প্রযোজক ও চিত্রনাট্যকার,
অ্যাঞ্জেলিনা জোলি পিট নামে
২০১৬ কুং ফু পান্ডা ৩ মাস্টার টাইগ্রেস (কণ্ঠ) কণ্ঠ অভিনেত্রী
২০১৭ ফার্স্ট দে কিলড মাই ফাদার প্রযোজক ও চিত্রনাট্যকার

টেলিভিশন সম্পাদনা

বছর শিরোনাম চরিত্র চ্যানেল টীকা
১৯৯৭ ট্রু উইমেন জর্জিয়া ভার্জিনিয়া লশি উডস সিবিএস টিভি চলচ্চিত্র
জর্জ ওয়ালেস কর্নেলিয়া ওয়ালেস টিএনটি টিভি চলচ্চিত্র
বিজয়ী - গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেত্রী - ধারবাহিক, মিনি ধারাবাহিক, বা টেলিচলচ্চিত্র)
মনোনীত — প্রাইমটাইম এমি পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেত্রী - মিনি ধারাবাহিক বা চলচ্চিত্র)
১৯৯৮ জিয়া জিয়া মারি কারাঞ্জি এইচবিও বিজয়ী - গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেত্রী - ধারবাহিক, মিনি ধারাবাহিক, বা টেলিচলচ্চিত্র)
বিজয়ী - স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার (সেরা অভিনেত্রী - মিনি ধারাবাহিক, বা টেলিচলচ্চিত্র)
মনোনীত — প্রাইমটাইম এমি পুরস্কার (সেরা অভিনেত্রী - মিনি ধারাবাহিক বা চলচ্চিত্র)
২০১০ কুংফু পান্ডা হলিডে মাস্টার টাইগ্রেস (কণ্ঠ) এনবিসি টিভি স্পেশাল

বহিঃসংযোগ সম্পাদনা