অ্যাকশন এইড

সংস্থা

অ্যাকশন এইড একটি আন্তর্জাতিক বেসরকারী সংস্থা যার বিবৃত প্রাথমিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য ও অবিচারের বিরুদ্ধে কাজ করা। [১]

অ্যাকশন এইড
গঠিত১৯৭২
আইনি অবস্থাঅলাভজনক প্রতিষ্ঠান
উদ্দেশ্যআফ্রিকা ও এশিয়ায় শিশু-দারিদ্র্য বিমোচন
যে অঞ্চলে কাজ করে
আফ্রিকা, এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়ামধ্যপ্রাচ্য
ওয়েবসাইটAction Aid

যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক অলাভজনক উন্নয়নমূলক সংস্থা। ১৯৭২ সালে এর প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটি আফ্রিকা, এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, লাতিন আমেরিকা, ক্যারিবীয় দ্বীপপুঞ্জমধ্যপ্রাচ্যের ৩০টিরও বেশি দেশে দারিদ্র্যবিমোচন, শিশুকল্যাণ, পরিবারকল্যাণ ও সমাজগোষ্ঠীকে লক্ষ্য করা কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া বঞ্চনা-অবহেলা থেকে মুক্তি, দক্ষ জনগোষ্ঠী সৃষ্টি এবং আত্মপ্রত্যয়ী ও দায়িত্বশীল জনগোষ্ঠী গঠন করাও এর অন্যান্য উদ্দেশ্য। তবে বিভিন্ন সময়ে তৃতীয় বিশ্বে বিভিন্ন বিতর্কিত কর্মসূচি নেওয়ার জন্য অ্যাকশন এইড বেশ সমালোচিত হয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Who we are"। ActionAid। ২০ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১১ 

বহিঃসংযোগ সম্পাদনা