অস্ট্রেলীয় অলিম্পিক কমিটি

জাতীয় অলিম্পিক কমিটি

অস্ট্রেলীয় অলিম্পিক কমিটি (ইংরেজি: Australian Olympic Committee; এছাড়াও সংক্ষেপে আইওসি কোড এইউএস দ্বারা পরিচিত) হলো অস্ট্রেলিয়ার জাতীয় অলিম্পিক কমিটি। এই সংস্থাটির ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়েছে; প্রতিষ্ঠার বছরেই আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করেছে।[] এই সংস্থার সদর দপ্তর অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত।

অস্ট্রেলীয় অলিম্পিক কমিটি
অস্ট্রেলীয় অলিম্পিক কমিটি logo
দেশ/অঞ্চল অস্ট্রেলিয়া
কোডAUS
প্রতিষ্ঠিত১৯২০; ১০৫ বছর আগে (1920)
স্বীকৃত১৯২০
মহাদেশীয়
সংস্থা
ওএনওসি
সদর দপ্তরসিডনি, অস্ট্রেলিয়া
সভাপতিইয়ান চেস্টারম্যান
মহাসচিবমার্ক আরবিব
ওয়েবসাইটwww.olympics.com.au

বর্তমানে অস্ট্রেলীয় অলিম্পিক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন ইয়ান চেস্টারম্যান, যিনি ২০২২ সাল হতে এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন; অন্যদিকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন মার্ক আরবিব[]

ইতিহাস

সম্পাদনা

১৯২০ সালে অস্ট্রেলিয়ার বহু-ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা হিসেবে অস্ট্রেলীয় অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। জেমস টেইলর এই সংস্থার প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি ১৯২০ হতে ১৯৪৪ পর্যন্ত সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।[]

প্রতিষ্ঠার পূর্বেই অস্ট্রেলিয়া ১৮৯৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে অলিম্পিক গেমসে অভিষেক করেছে; অন্যদিকে, ১৯২৪ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে প্রথমবারের মতো শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছে।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Olympedia – Australia [অলিম্পিডিয়া – অস্ট্রেলিয়া]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪ 
  2. Australia [অস্ট্রেলিয়া]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪ 
  3. Olympic Countries [অলিম্পিক দেশ]। sports-reference.com (ইংরেজি ভাষায়)। স্পোর্টস রেফারেন্স। ১৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:ওশেনিয়া জাতীয় অলিম্পিক কমিটি