অস্কার শিন্ডলার
- এই নিবন্ধের শিরোনামের সাথে মিল আছে এমন নিবন্ধের জন্য অস্কার (দ্ব্যর্থতা নিরসন) দেখুন।
অস্কার শিন্ডলার (জার্মান: Oskar Schindler)(জার্মান: [ˈɔs.kaʁ ˈʃɪnd.lɐ] ( ( )২৮শে এপ্রিল, ১৯০৮[১] - ৯ই অক্টোবর, ১৯৭৪) একজন জার্মান শিল্পপতি যিনি হলোকাস্টের হাত থেকে প্রায় ১,২০০ ইহুদিকে বাঁচিয়েছিলেন। [২] এই ইহুদিদেরকে তিনি সামরিক বাধ্যতামূলক শ্রমের কারখানা থেকে প্রথমে পোল্যান্ডে নিজের কারখানাতে এবং পরবর্তীকালে চেক প্রজাতন্ত্রে নিজের বাড়ির কাছের কারখানাতে নিয়ে আসেন। এভাবেই যুদ্ধ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত তাদেরকে রক্ষা করেন শিন্ডলার। তিনি সর্বাধিক ইহুদিকে হলোকাস্ট থেকে রক্ষা করতে পেরেছিলেন। তার জীবনী নিয়ে শিন্ডলার্স আর্ক নামে একটি উপন্যাস প্রকাশিত হয়েছে যার উপর ভিত্তি করে স্টিভেন স্পিলবার্গ তার শিন্ডলার্স লিস্ট চলচ্চিত্রটি নির্মাণ করেছেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Oskar Schindler | Biography & Facts | Britannica"। www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৫।
- ↑ Editors, History com। "Oskar Schindler—credited with saving 1,200 Jews during the Holocaust—dies"। HISTORY (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৫।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিউক্তিতে অস্কার শিন্ডলার সম্পর্কিত উক্তির সংকলন রয়েছে।
- দ্য শিন্ডলার স্টোরি ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ অক্টোবর ২০০৭ তারিখে
- Yad Vashem Memorial এ অস্কার ও এমিলি শিন্ডলার
- আউসভিজের ওয়েবসাইটে শিন্ডলারের তালিকা
- হলোকাস্ট থেকে ইহুদিদের রক্ষাকর্তাদের রচনা
- মার্কিন হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম -অস্কার শিন্ডলার ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ জুলাই ২০০৬ তারিখে
- এর সাইটে আসল শিন্ডলারের ছবি ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ জুন ২০১৮ তারিখে
- শিন্ডলারের সেক্রেটারি মিমি রাইনহার্ডের সাথে সাক্ষাৎকার