অসমীয়া র
অসমীয়া বর্ণমালার ২৭শ ব্যঞ্জনবর্ণ
ৰ বা অসমীয়া র (আ-ধ্ব-ব: /ɹɔ/) হলো অসমীয়া বর্ণমালার ২৭তম বর্ণ।[১][২] বর্ণটির উচ্চারণ বাংলা র বর্ণের অনুরূপ।
ৰ | |
---|---|
![]() | |
ব্যবহার | |
লিখনপদ্ধতি | অসমীয়া বর্ণমালা |
ধরন | শব্দীয় বর্ণমালা লিপি |
উৎপত্তির ভাষা | অসমীয়া ভাষা |
উচ্চারণ ব্যবহার | /r/, /ɹ/ |
ইউনিকোড মান | U+09B0 |
বর্ণমালায় অবস্থান | ২৭ |
ইতিহাস | |
ক্রমবিকাশ |
|
অন্যান্য | |
লেখার দিক | বাম থেকে ডানে |
স্বরবর্ণের সঙ্গে যুক্ত হলে
সম্পাদনাস্বরবৰ্ণ | 'ৰ' এর সঙ্গে যুক্ত হলে |
---|---|
অ | ৰ |
আ | ৰা |
ই | ৰি |
ঈ | ৰী |
উ | ৰু/ৰু |
ঊ | ৰূ/ৰূ |
ঋ | ৰৃ |
এ | ৰে |
ঐ | ৰৈ |
ও | ৰো |
ঔ | ৰৌ |
যুক্তবৰ্ণ (ৰ যোগ)
সম্পাদনা'ৰ' অন্য কোনো ব্যঞ্জনবর্ণের পূর্বে যুক্ত হলে বাংলা র এর মতো ৰ বর্ণটি রেফ-এ পরিণত হয়।[৩] যেমন-
ৰ্ + ক = ৰ্ক = তৰ্ক[৪]
ৰ্ + খ = ৰ্খ = মুৰ্খ[৪]
ৰ্ + গ = ৰ্গ = স্বৰ্গ[৪] ইত্যাদি।
আর অন্য কোনো ব্যঞ্জনবর্ণের পরে যুক্ত হলে এটি র-ফলায় রূপান্তরিত হয়ে যায়।[৫] যেমন-
ব্ + ৰ = ব্ৰ = ব্রজ[৪]
প্ + ৰ = প্ৰ = প্রৱীণ[৪]
শ্ + ৰ = শ্ৰ = শ্রেণী[৪] ইত্যাদি
'ৰ' যুক্ত শব্দ
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনা- অন্তঃস্থ ব (ৱ), বাংলা 'ব' বর্ণের একটি রূপ যেটি অসমীয়া বর্ণমালায় স্বতন্ত্র অক্ষর হিসাবে ব্যবহৃত হয়
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ৰ-কে অন্যান্য উৎসসহ omniglot-তেও সাতাশ নং অবস্থানে দেখানো হয়েছে। উদ্ধৃত ১৭ ফেব্রুয়ারি, ২০১৫।
- ↑ বর্ণটিকে Assam Portal-তেও সাতাশ নং অবস্থানে দেখানো হয়েছে। উদ্ধৃত ১৭ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "রেফ"-এর উপর Xobdo-র অনুচ্ছেদ হতে প্রাপ্ত। উদ্ধৃত ১৭ ফেব্রুয়ারি ২০১৭
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ "হব্দ অসমীয়া-ইংরেজি অনলাইন ডিকশনারি"। হব্দ অসমীয়া-ইংরেজি অনলাইন ডিকশনারি। ২০১৫-০২-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ Xobdo-এর "র-কার" অংশ হতে প্রাপ্ত। উদ্ধৃত ১৭ ফেব্রুয়ারি ২০১৭