ঘানা প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে ১৯৫২ সালে, যখন ঘানা গোল্ড কোস্ট নামে ব্রিটিশ উপনিবেশ ছিল। দেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য ১৯৫৬ সালে অংশগ্রহণ করেনি। ১৯৫৭ সালে স্বাধীনতার পর দুটিসহ তিনটি গেমস বাদে সকল গ্রীষ্মকালীন গেমসে অংশগ্রহণ করেছে। ১৯৭৬ সালে নিউজিল্যান্ডের অংশগ্রহণের বিরুদ্ধে আফ্রিকান বয়কটের অংশ হিসাবে এবং ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বয়কট করেছিল। ঘানা শীতকালীন অলিম্পিক গেমসে একমাত্র ২০১০ গেমসে অংশগ্রহণ করে।[১]

অলিম্পিক গেমসে ঘানা

ঘানার জাতীয় পতাকা
আইওসি কোড  GHA
এনওসি ঘানা অলিম্পিক কমিটি
অলিম্পিক ইতিহাস
গ্রীষ্মকালীন গেমস

*গোল্ড কোস্ট হিসেবে

শীতকালীন গেমস

ঘানার ক্রীড়াবিদগণ সর্বমোট ৪টি পদক জিতেছে, যার তিনটি মুষ্টিযুদ্ধে এবং একটি ফুটবলে

ঘানার জাতীয় অলিম্পিক কমিটি ১৯৫১ সালে গঠিত হয়।

পদক তালিকা সম্পাদনা

গ্রীষ্মকালীন গেমস অনুযায়ী পদক সম্পাদনা

গেমস ক্রীড়াবিদ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট অব.
  ১৯৫২ হেলসিংকি
  ১৯৫৬ মেলবোর্ন অংশগ্রহন করেনি
  ১৯৬০ রোম ১৫ ৩২
  ১৯৬৪ টোকিও ৪২ ৩৫
  ১৯৬৮ মেক্সিকো সিটি ৩১
  ১৯৭২ মিউনিখ ৩৫ ৪৩
  ১৯৭৬ মন্ট্রিল অংশগ্রহণ করেনি
  ১৯৮০ মস্কো
  ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস ২৩
  ১৯৮৮ সিউল ১৮
  ১৯৯২ বার্সেলোনা ৩৭ ৫৪
  ১৯৯৬ আটলান্টা ৩৫
  ২০০০ সিডনি ২২
  ২০০৪ এথেন্স ২৯
  ২০০৮ বেইজিং
  ২০১২ লন্ডন
  ২০১৬ রিও ১৪
  ২০২০ টোকিও
সর্বমোট ১১২

শীতকালীন গেমস অনুযায়ী পদক সম্পাদনা

গেমস ক্রীড়াবিদ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট অব.
  ২০১০ ভ্যানকুভার
  ২০১৪ সোচি অংশগ্রহন করেনি
সর্বমোট

ক্রীড়া অনুযায়ী পদক সম্পাদনা

ক্রীড়া স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
  মুষ্টিযুদ্ধ
  ফুটবল
সর্বমোট

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Ghana's 'Snow Leopard' qualifies to ski in 2010 Winter Olympics"সিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। টরন্টো, কানাডা। ১২ মার্চ ২০০৯। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৫ 

বহিঃসংযোগ সম্পাদনা

  • "Ghana" (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। 
  • "Results and Medalists" [ফলাফল ও পদক তালিকা]। Olympic.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। 
  • "অলিম্পিক পদক বিজয়ীগণ" (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। 
  • "Ghana" (ইংরেজি ভাষায়)। Sports-Reference.com। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৬