অরিন্দম ভট্টাচার্য (ফুটবলার)

ভারতীয় ফুটবলার

অরিন্দম ভট্টাচার্য একজন ভারতীয় ফুটবলার যিনি এটিকে এবং ভারতের হয়ে গোলরক্ষকের ভূমিকায় খেলেন। ২০০৮-০৯ আই-লিগে চার্চিল ব্রাদার্সের বিজয়ী হবার পেছনে তার দুর্দান্ত পারফরম্যান্স বিবেচনা করে তাকে আই লিগের সেরা গোলরক্ষক ঘোষণা করা হয়েছিল এবং পরবর্তী বছরে তিনি বব হাফটন কর্তৃক ভারত জাতীয় দলে ডাক পেয়েছিলেন।

অরিন্দম ভট্টাচার্য
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম অরিন্দম ভট্টাচার্য
জন্ম (1989-05-20) ২০ মে ১৯৮৯ (বয়স ৩৪)
জন্ম স্থান কলকাতা, ভারত
উচ্চতা ১.৮৯ মিটার (৬ ফুট + ইঞ্চি)[১]
মাঠে অবস্থান গোলকিপার
ক্লাবের তথ্য
বর্তমান দল
এটিকে
যুব পর্যায়
২০০৪–২০০৬ টাটা ফুটবল একাডেমি
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৭–২০১২ চার্চিল ব্রাদার্স ৩৬ (০)
২০১২–২০১৩ মোহন বাগান (০)
২০১৩–২০১৪ চার্চিল ব্রাদার্স ১২ (০)
২০১৪–২০১৭ পুনে সিটি ১৬ (০)
২০১৫ভারত (loan) ১৭ (০)
২০১৬স্পোর্টিং গোয়া (loan) ১৬ (০)
২০১৭বেঙ্গালুরু (loan) (০)
২০১৭–২০১৮ মুম্বাই সিটি (০)
২০১৮– এটিকে ২০ (০)
জাতীয় দল
২০০৫–২০০৭ ভারত অনূর্ধ্ব১৯
২০০৯–২০১২ ভারত অনূর্ধ্ব২৩
২০০৮– ভারত (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৩:৪২, ২৬ জানুয়ারি ২০১৯ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।

ক্লাব ক্যারিয়ার সম্পাদনা

অরিন্দম খড়দহে সূর্যসেন স্পোর্টিং ক্লাবের হয়ে ফুটবল খেলতেন। এরপর তিনি ২০০৬ সালে এসএআই সিনিয়র দলে যোগ দেন। সেখানে তিনি ২ বছর অবস্থান করেন এবং পরবর্তীতে চার্চিল ব্রাদার্সে যোগদান করেন। ২০০৪ সালে অনুষ্ঠিত একটি আন্তঃ এসএআই টুর্নামেন্টে তিনি সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছিলেন।

অরিন্দমের এফসি পুনে সিটির হয়ে অভিষেক ঘটে ৩০ অক্টোবর ২০১৪ তারিখে, হোম স্টেডিয়াম শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে এবং তাঁদের বিপক্ষ ছিল কেরালা ব্লাস্টারস। ৭ নভেম্বর ২০১৪ তারিখে সল্টলেক স্টেডিয়ামে অ্যাটলেটিকো ডি কলকাতার বিপক্ষে ম্যাচের ৭৮তম মিনিটে জন গুসেনসের সাথে সংঘর্ষের পর অরিন্দম নিম্ন পাঁজর খাঁচা এবং প্যারাস্পাইনাল পেশীতে গুরুতর আঘাত পান।

২০১৫-এর আই-লিগ মৌসুমে তিনি ভারত এফসিতে যোগদান করেন। [২]

২০১৮ সালে তিনি কলকাতা ভিত্তিক ক্লাব এবং ইন্ডিয়ান সুপার লিগের দুবারের বিজয়ী এটিকে তে যোগদান করেন।

আন্তর্জাতিক ক্যারিয়ার সম্পাদনা

সুব্রত কাপে তার ক্রীড়াকৌশল দেখে স্টিফেন কনস্টানটাইন তাকে ভারতীয় অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলে ডাক দেন। সেবারই প্রথম তিনি ভারতীয় দলের প্রতিনিধিত্ব করার সুযোগ পান। ভারতের পক্ষে তাঁর প্রথম ম্যাচটি ছিল অনূর্ধ্ব -১৯ দলের হয়ে, যেখানে তিনি শ্রীলঙ্কামিয়ানমারে খেলেছিলেন। ভারত অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দলের হয়ে তাঁর অভিষেক ঘটে ৫ ডিসেম্বর ২০০৯ তারিখে ঢাকায় অনুষ্ঠিত ২০০৯ সাফ চ্যাম্পিয়নশিপে আফগানিস্তানের বিপক্ষে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Archived copy"। ৪ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৫ 
  2. "With him under the sticks"। Bharat FC। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৫ 

বহিঃসংযোগ সম্পাদনা