অরলান্ডো ব্লুম
ব্রিটিশ অভিনেতা
অরল্যান্ডো জোনাথন ব্লানচার্ড কোপল্যান্ড ব্লুম (জন্ম ১৩ জানুয়ারি ১৯৭৭) একজন ইংরেজ অভিনেতা। দ্য লর্ড অব দ্য রিংস চলচ্চিত্রে লেগোলাস চরিত্রে তার সফলতা অর্জনের পর, তিনি মহাকাব্য ফ্যান্টাসি, ঐতিহাসিক মহাকাব্য এবং ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার চলচ্চিত্রগুলিতে আরও উপস্থিত হয়ে খ্যাতি অর্জন করেন। তার অন্যান্য ভূমিকাগুলি হলস্টোলেস চরিত্রে হবিট ট্রিলোজিতে, উইল টার্নার চরিত্রে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিরিজে, ট্রয় চলচ্চিত্রে প্যারিস চরিত্রে, এবং কিংডম অফ হেভেন চলচ্চিত্রে বেলিয়ান ডি আইবিলিন চরিত্রে অভিনয়ের জন্য তিনি জনপ্রিয়।
অরলান্ডো ব্লুম | |
---|---|
![]() | |
জন্ম | অরলান্ডো জোনাথন ব্লানচার্ড ব্লুম ১৩ জানুয়ারি ১৯৭৭ |
পেশা | অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক, এম্বাসেডর |
কর্মজীবন | ১৯৯৪-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | মিরান্ডা কের (বি. ২০১০–২০১৩) |
সঙ্গী | কেট বসওয়ার্থ (২০০৩-২০০৬) কেটি পেরি (২০১৬- বর্তমান) |
সন্তান | ২ |
প্রাথমিক জীবন
সম্পাদনাব্লুম ১৯৭৭ সালের ১৩ জানুয়ারি যুক্তরাজ্যের কেন্টারবিউরি, কেন্টে জন্মগ্রহণ করেন। ষোড়শ শতকের বিখ্যাত কম্পোজার অরল্যান্ডো গিবসনের নামানুসারে তার নামকরণ করা হয়। ব্লুমের সামান্থা ব্লুম নামে এক বোন আছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Orlando Bloom 'converts to Buddhism'"। Female First। ২০০৪। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৬।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে অরলান্ডো ব্লুম সংক্রান্ত মিডিয়া রয়েছে।
উইকিউক্তিতে অরলান্ডো ব্লুম সম্পর্কিত উক্তির সংকলন রয়েছে।
- ইন্টারনেট মুভি ডেটাবেজে অরলান্ডো ব্লুম (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে অরলান্ডো ব্লুম (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে অরলান্ডো ব্লুম (ইংরেজি)
- টেমপ্লেট:Allrovi person