অরবিন্দ শর্মা

ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ধর্মের বার্কস অধ্যাপক

 অরবিন্দ শর্মা ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ধর্মের বার্কস অধ্যাপক। শর্মার রচনাবলি হিন্দুধর্ম, ধর্মের দর্শনের উপর আলোকপাত করে। তার বই রচনার মধ্যে রয়েছে আওয়ার রিলিজিয়নস অ্যান্ড উইমেন ইন ওয়ার্ল্ড রিলিজিয়নস, ওয়ার্ল্ড রিলিজিয়নে নারীবাদ রচনাটি চয়েস আউটস্ট্যান্ডিং একাডেমিক বই (১৯৯৯) হিসেবে নির্বাচিত হয়েছিল।[১]

Arvind Sharma
জন্ম (1940-01-13) ১৩ জানুয়ারি ১৯৪০ (বয়স ৮৪)
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনএলাহাবাদ বিশ্ইবদ্যালয় (বিএ ১৯৫৮), সিরাকিউজ বিশ্ববিদ্যালয় (এম এ অর্থনীতি, ১৯৭০), হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (এমটিআইএস ধর্মতত্ত্ব ১৯৭৪; পিএইচডি “সংস্কৃত এন্ড ভারতীয় স্টাডিজ” ১৯৭৮)
পরিচিতির কারণতুলনামূলক ধর্মতত্ত্ব, ধর্মের দর্শন, মানবাধিকার এবং ধর্ম, ধর্ম শিক্ষায় তাত্ত্বিক এবং পদ্ধতিগত সমস্যা, অদ্বৈত বেদান্ত, হিন্দু শিক্ষা, সংস্কৃত শিক্ষা, ধর্মে নারী
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রধর্মতত্ত্ব শিক্ষা
প্রতিষ্ঠানসমূহম্যাকগিল বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটArvind Sharma

জীবনী সম্পাদনা

অরবিন্দ শর্মার জন্ম ১৯৪০ সালের ১ জানুয়ারি ভারতের বারাণসীতে।

তিনি ১৯৬৪ সালে গুজরাটের সিভিল সার্ভিসে পরিবেশিত সিরাকিউস বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্র, এ অর্থনীতিতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য গিয়েছিলেন এবং ১৯৭০ সালে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রী পান। তিনি অর্থনৈতিক উন্নয়নে অ-অর্থনৈতিক কারণের ভূমিকা বিষয়ে পড়াশুনার সময় ধর্মের প্রতি আগ্রহী হয়ে উঠেন এবং ১৯৭২ সালে হার্ভার্ড ডিভিনিটি স্কুলে ভর্তি হন। ধর্মতত্ত্ব শিক্ষা-এ মাস্টার্স করার পর, তিনি ১৯৭৪ সালে সংস্কৃত ও ভারতীয় শিক্ষা বিষয়ে পিএইচডি অর্জন করেন। [২]

হার্ভার্ডে থাকাকালীন তিনি ১৯৭৬ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেনের কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ধর্ম গবেষণায় নতুন প্রতিষ্ঠিত অধিদপ্তরে নিয়োগ লাভ করেন। ১৯৮০ সালে তিনি সিডনি বিশ্ববিদ্যালয়ে চলে যান। [৩] ১৯৯৪ সালে তিনি ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ধর্মের বার্কস অধ্যাপক নিযুক্ত হন, যেখানে তিনি শিক্ষকতা করেন। [৪][৫]

ম্যাকগিল ইউনিভার্সিটি আর্কাইভস (এমইউএ) এ অরবিন্দ শর্মার আর্কাইভস শখের আয়োজন করা হয়। [৬]

নারী নিয়ে লেখা সম্পাদনা

অরবিন্দ শর্মা নারীবাদ নিয়ে অসংখ্য লেখা লিখেন। এ লেখাগুলোর মাধ্যমে তিনি হিন্দুধর্মের নারীদেরকে সনাতন ধর্ম থেকে বের করে আনার চেষ্টা করেছেন। তিনি প্রমাণ করেছেন ধর্ম, জীবন, সংস্কৃতি, রাজনীতি এবং নারী কারোর মাঝে কোন পার্থক্য নেই। একজন পুরুষ যেমন স্বাধীনভাবে ধর্ম পালন, পরিবার গঠন এবং সমাজ নির্মাণ করতে পারে তদ্রূপ একজন নারীও পারে। শতরূপা ও মনু দু’জনে এ পৃথিবীতে ঈশরের বিধান পালন করেছে, তারা সমাজ তৈরী করেছে এবং পরিবার গঠন করে সন্তানেন বিস্তার ঘটায়েছে। তাই হিন্দু শিক্ষা কখনই নারীর বিপরীত নয়। আধুনিকতা কখনই নারীদের অসম্মান করে না। তাই তিনি নারীকে নিয়ে “হার ভয়েস, হার ফেইথ: ওমেন স্পিক অন ওয়াল্ড রিলিজিয়নস”, “গডেজেজ এন্ড ওমেন ইন দা ইনডিক রিলিজিয়াস”, “মডার্ন হিন্দু থ্যাট: অ্যান ইন্ট্রোডাকশন”, “ হিন্দুইজম এ্যাজ আ মিশনারী রিলিজিয়ন”, “হিন্দু ইজালিটেরিয়ানজম: ইকুয়েলিটি অর জাস্টিক?”, “ওম্যান ইন ইন্ডিয়ান রিলিজিয়নস”, “পার্ট অব দা প্রোবেলেম, পার্ট অব দা সলুশন: রিলিজিয়ন”। “হিন্দুইজম এন্ড হিউম্যান রাইটস: আ কনসেপচুয়াল অ্যাপ্রোস ল ইন ইন্ডিয়া”সহ অনেক বই লেখেন।

রচনাসমূহ সম্পাদনা

তিনি ৫০টিরও বেশি বই এবং ৫০০টি প্রবন্ধের লেখক, সম্পাদক বা সহ-সম্পাদক,[৭][৮] তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে:

  1. দ্যা রুলার্স গেজ : আ স্টাডি অব ব্রিটিশ রুল অভার ইন্ডিয়া ফরম আ সাইডিয়ান পারসপেকটিভ (হারপার কলিংস পাবলিকেশন, ২০১৮) আইএসবিএন-9789352641024
  2. হিন্দুইজম এ্যাজ আ মিশনারী রিলিজিয়ন (স্টেট ইউনিভাটির্সি, নিউ ইয়র্ক প্রেস, ২০১১) আইএসবিএন-9781438432113
  3. দা ফিলোসফি অব রিলিজিয়ন এন্ড অদ্বৈত বেদান্ত (প্যানিসেলভিয়া স্টেট বিশ্ববিদ্যালয় প্রেস, ২০০৮), আইএসবিএন-9780271028323
  4. পার্ট অব দা প্রোবেলেম, পার্ট অব দা সলুশন: রিলিজিয়ন টু ডে এন্ড টুমরো (প্রিগার পাবলিকেশনস, ২০০৮), আইএসবিএন-9780313358999
  5. হার্মেনিউটিকস এন্ড হিন্দু থ্যাট: টুওয়ার্ডস আ ফোশিন অব হরিজন (স্প্রিংগা্, ২০০৮), আইএসবিএন-9781402081910
  6. ফান্টামেন্টালিজম এন্ড ওমেন ইন ওয়াল্ড রিলিজিয়ন (টি এন্ড টি কেলার্ক পাবলিকেশনস, ২০০৭), আইএসবিএন-9780567025333
  7. গডেজেজ এন্ড ওমেন ইন দা ইনডিক রিলিজিয়াস ট্রেডিশন (ব্রিল অ্যাকাডেমিক পাবলিকেশনস ২০০৫), আইএসবিএন-9789004124660
  8. নিউ ফোকাস অন হিন্দু স্টাডিজ (ডিকে প্রিন্ট ওয়াল্ড, ২০০৫), আইএসবিএন-9788124603079
  9. আ নিউ কার্ভ ইন দা গেনগেজ (ডিকে প্রিন্ট ওয়াল্ড, ২০০৫), আইএসবিএন-9788124602713
  10. ক্রিস্টানেটি এন্ড হিউম্যান রাইটস: ইনফ্লোয়েন্সেস এন্ড ইসুস (স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়ার্ক প্রেস, ২০০৭), আইএসবিএন-9780791469521
  11. দা কোয়েস্টার ফর সেরেনিটি ইন ওয়াল্ড রিলিজিয়নস (ডিকে প্রিন্ট ওয়াল্ড, ২০০৫), আইএসবিএন-97888124604205
  12. আ গাইড টু হিন্দু স্প্রিচুয়ালিটি (ওয়াল্ড ওয়াইজডম, ২০০৬), আইএসবিএন-9781933316178
  13. হিন্দু ইজালিটেরিয়ানজম: ইকুয়েলিটি অর জাস্টিক? (রুপা এন্ড কোং, ২০০৬), আইএসবিএন-9788128108333
  14. অদ্বৈত বেদান্ত (লুডিং ভারলাগ, ২০০৬), আইএসবিএন-9783778781869
  15. আর হিউম্যান রাইটস ওয়েস্টার্ন?: আ কন্ট্রিবুশন টু দা ডায়ালগ অব সিভিলাইজেশনস (অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ২০০৬), আইএসবিএন-9780195679489
  16. মডার্ন হিন্দু থ্যাট: অ্যান ইন্ট্রোডাকশন (অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ২০০৬), আইএসবিএন-9780195676389
  17. ডার্মা (ডিকে প্রিন্ট ওয়াল্ড, ২০০৫), আইএসবিএন-9788124602706
  18. স্লিপ অ্যাজ আ স্টেট অব কনসকিউনেস ইন ইনডিয়া (স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়ার্ক প্রেস, ২০০৪), আইএসবিএন-9780791462515
  19. দা বৌদ্ধইজম অমনিবাস: কমপ্রেসিং গৌতম বৌদ্ধ, দা দামাপাদা, এন্ড দা ফিলোসফি অব রিলিজিয়ন (অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ২০০৪), আইএসবিএন-9780195668988
  20. হার ভয়েস, হার ফেইথ: ওমেন স্পিক অন ওয়াল্ড রিলিজিয়নস (ওয়েস্টভিউ প্রেস) ২০০৪), আইএসবিএন-9780813342573
  21. হিন্দুইজম এন্ড হিউম্যান রাইটস: আ কনসেপচুয়াল অ্যাপ্রোস ল ইন ইন্ডিয়া (অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ২০০৪), আইএসবিএন-9780195665857
  22. অদ্বৈত বেদান্ত: অ্যান ইন্টারোডাকশন (মদিলালবানারশিদাশ, ২০০৪), আইএসবিএন-9788120820272
  23. দা স্টাডি অব হিন্দুইজম (ইউনিভার্সিটি অব সাউথ কেরেলিনা প্রেস, ২০০৩), আইএসবিএন-9781570034497
  24. হিন্দুইজম এন্ড ইটস সিন্স অব হিস্টোরি (অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ২০০৪), আইএসবিএন-9780195665314
  25. ম্যাথোডোলজি ইন রিলিজিয়াস স্টাডিজ: দা ইন্টাফেস উইথ ওম্যান্স স্টাডিজ (স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়ার্ক প্রেস, ২০০৪), আইএসবিএন-9780791453476
  26. মডার্ন হিন্দু থ্যাট: দা ইসেন্সিয়াল টেক্সস (অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ২০০৪), আইএসবিএন-9780195653151
  27. ওম্যান ইন ইন্ডিয়ান রিলিজিয়নস (অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ২০০২), আইএসবিএন-9780195646344
  28. রিলিজিয়ন ইন দা সেকুলার সিটি: এসেস ইন অনার অব হারভে কক্স (ট্রিনটি প্রেস ইন্টারন্যাশনাল, ২০০১), আইএসবিএন-9781563383373
  29. সতী: হিস্টোরিকাল এন্ড ফিনোমেনোজিক্যাল এসেস (মদিলাল বানারশিদাশ, ২০০৪), আইএসবিএন-9788120804647

তথ্যসূত্র সম্পাদনা

  1. Dr. Arvind Sharma, Emory University Hindu Students Council, retrieved 2015-04-10.
  2. "Prof Arvind Sharma on how history suggests religious tolerance leads to peace, prosperity - Living News, Firstpost"Firstpost। ২০১৯-০৮-২৬। সংগ্রহের তারিখ ২০২১-০১-০৩ 
  3. Arvind Sharma ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ মে ২০১৫ তারিখে, Faculty of Religious Studies, McGill University, retrieved 2015-04-10.
  4. Sharma, Arvind। "Avrind Sharma - Biography"Arvind Sharma's personal website 
  5. Sharma, Arvind। "Curriculum Vitae - Arvind Sharma" (পিডিএফ)www.arvindsharma.org 
  6. https://www.mcgill.ca/library/branches/mua
  7. Arvind Sharma, The World's Religions: A Contemporary Reader, Fortress Press, 2010, p. 379
  8. Profile on the website of McGill University