অ্যাবি ডানকিন

মার্কিন হুইলচেয়ার বাস্কেটবল খেলোয়াড়
(অবিগাইল ডানকিন থেকে পুনর্নির্দেশিত)

অ্যাবি ডানকিন (ইংরেজি: Abby Dunkin; জন্ম: ২৪ নভেম্বের ১৯৯৫) একজন ৩.৫ পয়েন্ট মার্কিন হুইলচেয়ার বাস্কেটবল খেলোয়াড়।

অ্যাবি ডানকিন
ব্যক্তিগত তথ্য
জাতীয় দলমার্কিন যুক্তরাষ্ট্র
জন্ম (1995-11-24) ২৪ নভেম্বর ১৯৯৫ (বয়স ২৮)
ক্রীড়া
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ক্রীড়ামহিলা হুইলচেয়ার বাস্কেটবল
বিভাগমহিলা হুইলচেয়ার বাস্কেটবল
সাফল্য ও খেতাব
প্যারালিম্পিক ফাইনাল২০১৬ গ্রীষ্মের প্যারালিম্পিক

প্রাথমিক জীবন সম্পাদনা

১৯৫১ সালে, ২৪ নভেম্বর, অ্যাবি স্পেনের আন্দালুশিয়ার রোটা শহরে জন্ম গ্রহণ করেছিলেন।[১] তবে তিনি টেক্সাসের নিউ ব্রানফেলসকে তাঁর বসবাসের শহর হিসাবে মনে করতেন।[২]

খেলোয়াড় জীবন সম্পাদনা

তিনি বহুবার বার তাঁর দেশের হয়ে হুইলচেয়ার বাস্কেটবল দলের প্রতিনিধিত্বব করে স্বর্ণ পদক লাভ করেছিলেন, তাঁর মধ্যে আছে কানাডার টরন্টোতে ২০১৫ প্যারাপান আমেরিকান গেমস, ২০১৬ সালে ব্রাজিলের রিও-তে প্যারালিম্পিক এবং ২০১৯ সালে থাইল্যান্ডের সুফানবুড়ি-তে ইউ২৫ বাস্কেটবল বিশ্ব চ্যাম্পিয়নশিপ।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Abby Dunkin"। Team USA। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৯ 
  2. Vedia, Arianna (মে ২, ২০১৮)। "Abby Dunkin beats the odds"The Shorthorn। সংগ্রহের তারিখ জুন ৫, ২০১৯