অন্নদাপ্রসাদ বাগচী
অন্নদাপ্রসাদ বাগচী | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ৩ অক্টোবর ১৯০৫ | (বয়স ৫৬)
পেশা | চিত্রশিল্পী |
পিতা-মাতা | চন্দ্রকান্ত বাগচী (পিতা) |
অন্নদাপ্রসাদ বাগচী (২২ মার্চ ১৮৪৯- ৩ অক্টোবর ১৯০৫) ১৯শ শতকের শেষ ও ২০শ শতকের প্রথম পর্যায়ের একজন বাঙালি প্রতিকৃতি-অঙ্কনকারী ও তৈলচিত্র শিল্পী। বাংলার চিত্রকলায় একটি পরিবর্তনের হাওয়া লাগে উনিশ শতকে। এ সময় পাশ্চাত্যের বাস্তবানুগ চিত্র অঙ্কনের ধারা প্রভাবিত করে বাঙালি চিত্রশিল্পীদের। এ ধারায় ছবি অঙ্কনে দক্ষতা দেখান অন্নদাপ্রসাদ বাগচী ও শ্যামচরণ শ্রীমানি।[২]
অন্নদাপ্রসাদ বাগচী ১৮৮৫-৮৬ সালে বাংলা ভাষায় প্রথম শিল্পকলা বিষয়ক গবেষণা পত্রিকা শিল্প পুষ্পাঞ্জলি প্রকাশে অবদান রাখেন। তিনি "বঙ্গীয় কলা সংসদ" নামক শিল্পকলা সংগঠনের সভাপতি ছিলেন। ১৯০৫ সালে ৫৬ বছর বয়সে তার মৃত্যু হয়।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৬ পৃষ্ঠা ২৬, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
- ↑ সাংস্কৃতিক ঐতিহ্য-যুগান্তর
- ↑ বাগচী, অন্নদাপ্রসাদ, বাংলাপিডিয়া