অণ্ডাল বিমাননগরী
পশ্চিমবঙ্গের বিমান নগরী, ভারত
(অন্ডাল বিমাননগরী থেকে পুনর্নির্দেশিত)
অন্ডাল বিমাননগরী বা অন্ডাল এযরোট্রপলিস হল ভারত এর পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমায় গড়ে ওঠা একটি বিমাননগরী। এটি নির্মাণ করেছে সিঙ্গাপুর এর চাঙ্গি এয়ারপোর্ট ইন্টারনেশনাল ও পশ্চিমবঙ্গএর বেঙ্গল এয়াট্রোপোলিস প্রোজেক্ট লিমিটেড বা বিএপিএল। বিমাননগরীটি মোট ২১৮৪ একর জমি নিয়ে গড়ে উঠেছে। এই বিমাননগরীর আসল নাম "সুজলম্ দ্য স্কাইসিটি"। এখানে বেসরকারি ভাবে কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে উঠেছে। এটিই ভারতের প্রথম বেসরকারি বিমানবন্দর। বিমানবন্দরটি ৬০০ একর জমি নিয়ে গড়ে উঠেছে।বিমাননগরীর বাকি জমিতে আবাসন ,আইটি হাব ও লজিস্টিক হাব গড়ার কথা রয়েছে। এই বিমাননগরী দুর্গাপুর[১] এর উপকন্ঠেই গড়ে উঠছে। বিমাননগরীটি থেকে দুর্গাপুর ১৫ কিলোমিটার ও আসানসোল ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। লকডাউনের পরে আবার নতুন করে বিমান পরিষেবা চালু হয়েছে। [২]
অন্ডাল বিমাননগরী | |
---|---|
ডাকনাম: দুর্গাপুর এরোট্রোপলিস | |
স্থানাঙ্ক: ২৩°৩১′ উত্তর ৮৭°২৭′ পূর্ব / ২৩.৫১° উত্তর ৮৭.৪৫° পূর্ব |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "New airport planned near Durgapur"। দ্যা হিন্দু। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "West Bengal: Flight count at Andal airport to take off with new services"। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১০।