অধিকার (মানবাধিকার সংগঠন)
অধিকার একটি বাংলাদেশ-ভিত্তিক মানবাধিকার সংস্থা যা ১৯৯৪ সালের অক্টোবরে প্রতিষ্ঠিত হয়েছিল।[২] এটি আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশন (এফআইডিএইচ) এর সদস্য ।[৩][৪] এটি ২০০৩ সাল থেকে একটি বার্ষিক ক্রিয়াকলাপের প্রতিবেদন প্রকাশ করে আসছে, যার মধ্যে আছে বাংলাদেশ–ভারত সীমান্তে হত্যা সংখ্যার বার্ষিক প্রতিবেদন ও গুম হওয়া মানুষের পরিসংখ্যান।[৫] অধিকারের উল্লেখযোগ্য কাজ হিউম্যান রাইটস ওয়াচ তাদের ২০১১ সালের বাংলাদেশ বিশ্ব প্রতিবেদনে প্রকাশ করে।[৬]
প্রতিষ্ঠাকাল | ১৯৯৪ |
---|---|
ধরন | মানবাধিকার সংগঠন এনজিও[১] |
আলোকপাত | মানবাধিকার |
অবস্থান | |
পদ্ধতি | গবেষণা, ডকুমেন্টেশন, অ্যাডভোকেসি, প্রশিক্ষণের ক্ষেত্রে কর্মী, নির্বাচন পর্যবেক্ষণ |
মহাসচিব | আদিলুর রহমান খান |
পরিচালক | নাসির উদ্দিন এলান |
ওয়েবসাইট | http://odhikar.org |
২০১৮ সালের নভেম্বরে, বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচনের পর্যবেক্ষক হিসাবে অধিকারকে বাতিল করে।[৭]
২০১৩ শাপলা চত্তরে বিক্ষোভ
সম্পাদনা১০ জুন ২০১৩ সালে অধিকার মতিঝিল শাপলা চত্তরের অভিযানের বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশ করে ছিল। যার দাবি ছিল ৬১ জন মারা গেছেন।[৮] তবে ক্ষতিগ্রস্থদের পরিবারের নিরাপত্তাজনিত উদ্বেগের কারণ উল্লেখ করে ক্ষতিগ্রস্থদের নাম প্রতিবেদনে উল্লেখ করতে রাজি হননি।[৯][১০]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Legal Status, সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৬
- ↑ "Odhikar - About"। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "International Federation for Human Rights"। www.fidh.org। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৮।
- ↑ http://www.fidh.org/-BANGLADESH-ODHIKAR- ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ আগস্ট ২০১৩ তারিখে. Retrieved 20 August 2013.
- ↑ "Annual Activity Reports"। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৪।
- ↑ "World Report 2012: Bangladesh"। Human Rights Watch। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৩।
- ↑ Gaebee, Kgalalelo। "Bangladesh: Authorities must end smear campaign against human rights group Odhikar"। www.civicus.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৯।
- ↑ "Assembly of Hefazate Islam Bangladesh and Human Rights Violations"। Odhikar। জুন ১০, ২০১৩। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৪।
- ↑ "Odhikar's Hefajat list under wraps"। The Daily Star। আগস্ট ১৮, ২০১৩। ২১ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৪।
- ↑ "শাপলা চত্বরে নিহতের সংখ্যা: 'অধিকার' সম্পাদক আদিলুর রহমান খানের কারাদণ্ড"। BBC News বাংলা। ২০২৩-০৯-১৪। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৫।