অতুলচন্দ্র দত্ত

বাঙালি সাহিত্যিক

অতুলচন্দ্র দত্ত একজন বাঙালি সাহিত্যিক ও উকিল।[১]

অতুলচন্দ্র দত্ত
জন্ম১২ এপ্রিল ১৮৭৫
বোয়ালখালী, চট্টগ্রাম
মৃত্যু২ এপ্রিল ১৯৬৫(1965-04-02) (বয়স ৮৯)
নাগরিকত্বব্রিটিশ ভারত
পূর্ব পাকিস্তান
শিক্ষাপটিয়া হাই স্কুল
চট্টগ্রাম কলেজ
পরিচিতির কারণসাহিত্যিক
উল্লেখযোগ্য কর্ম
গৃহসুখ, গৃহশিক্ষা

জীবনী সম্পাদনা

অতুলচন্দ্র দত্ত ১৮৭৫ সালের ১২এপ্রিল চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার খরণদ্বীপে জন্মগ্রহণ করেন। তিনি পটিয়া হাই স্কুল থেকে এন্ট্রান্স ও চট্টগ্রাম কলেজ থেকে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হন। পরবর্তীতে, তিনি আইন পাশ করে চট্টগ্রাম জেলা জর্জ কোর্টে দীর্ঘ ৬০বছর ওকালিত করেন। বিভিন্ন সংবাদ ও পত্রিকায় তার অসংখ্য প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থাবলি হলো: গৃহসুখ, গৃহশিক্ষা, চাইল্ড ন্যাচার (Child Nature)। তিনি একজন নীতিবাদি সাহিত্যিক হিসেবেও পরিচিত। ১৯৬৫ সালের ২ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. অতুলচন্দ্র দত্ত - বাংলা একাডেমি চরিতাভিধান, ৩য় সংস্করণ, জুন ২০১১