অজৈব রসায়ন
রসায়নের অন্যতম প্রধান শাখা
অজৈব রসায়ন সংশ্লেষণ গবেষণা, অজৈব আচরণ এবং জৈব ধাতব যৌগের অধ্যয়ন। এই ক্ষেত্রটির আওতায় পড়ে সব রাসায়নিক যৌগ, শুধু অগণিত জৈব যৌগ ছাড়া (কার্বনভিত্তিক যৌগ–সাধারণত C-H বন্ধন ধারণকারী), যা জৈব রসায়নের বিষয়।
দুই বিভাগের মধ্যে অনেক পার্থক্য থাকলেও এদের নিজেদের মধ্যে অনেক বিষয়ে মিল আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উভয়ই জৈব-ধাতব রসায়ন এর উপ-বিষয়। এটা ব্যবহারিক ক্ষেত্রগুলো হলো রাসায়নিক অনুঘটন, বস্তুগত বিজ্ঞান, রঞ্জক, ঔষধ, জ্বালানি, এবং কৃষি প্রভৃতি।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Careers in Chemistry: Inorganic Chemistry"। American Chemical Society। ২৯ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৫।