অঘোষ তালব্য নাসিক্যধ্বনি

ব্যঞ্জনধ্বনি

অঘোষ তালব্য নাসিক্যধ্বনি বা অঘোষ তালব্য নাসিক্য ব্যঞ্জনধ্বনি হল এক বিশেষ প্রকার ব্যঞ্জনধ্বনি , যাকে আধ্ববতে যথাক্রমে ⟨ɲ̥⟩ অথবা ⟨ɲ̊⟩ দ্বারা প্রকাশ করা হয়।

অঘোষ তালব্য নাসিক্যধ্বনি
ɲ̊
ɲ̥
এনকোডিং
এক্স-সাম্পাJ_0

লক্ষ্যণীয় বিষয় সম্পাদনা

অনেক সময় অঘোষ দন্তমূলীয়-তালব্য নাসিক্যধ্বনি নামক এক প্রকার নাসিক্যধ্বনির উল্লেখ থাকে। এই ধ্বনিটিকে ⟨ɲ̥⟩ থেকে ভিন্ন করতে ⟨ɲ̊ʲ̠⟩ অথবা ⟨ɲ̟̊⟩ রূপে প্রকাশ করা হয়৷ এর অ-আধ্বব রূপটি হল ⟨ȵ̊⟩ ৷ এক্স-সাম্পা তে একে যথাক্রমে n_-' অথবা n_-_j এবং J_0_+ রূপে চিহ্নিত করা হয়৷

বৈশিষ্ট সম্পাদনা

 

  • উচ্চারণরীতি:- স্পৃষ্ট অর্থাৎ বাতাস উচ্চারণকালে মুখগহ্ববরে বাধাপ্রাপ্ত হয়।
  • উচ্চারণস্থান:- তালব্য সুতরাং জিহ্বা এবং শক্ত তালুর সংঘর্ষে এর উচ্চারণ হয়৷
  • স্বনন:- অঘোষ তাই উচারণের সময় স্বরতন্ত্রীদ্বয় কম্পিত হয় না।
  • বায়ুপথ:-
    • নাসিক , বাধাপ্রাপ্ত বায়ু নাক দ্বারা নির্গত হয়৷
    • কেন্দ্রিক , অনেক সময় বাধাপ্রাপ্ত বায়ু নাসিকা ব্যতীত জিহ্বার উপর দিয়ে প্ৰবাহিত হয়।
  • বায়ুর প্রকৃতি:- ফুসফুসীয় অর্থাৎ ফুসফুসমধ্যচ্ছদার চাপে উচ্চারণের প্রয়োজনীয় বায়ু নির্গত হয়৷

উপস্থিতি সম্পাদনা

ভাষা শব্দ আধ্বব অর্থ লক্ষ্যণীয় বিষয়
আইসল্যান্ডীয় banki [ˈpäu̯ɲ̊ci] 'ব্যাংক' আইসল্যান্ডীয় ভাষাতত্ত্ব দেখুন
ইয়াই [ɲ̊øːk] 'বলিদান করা'
জালাপা মাজাটেক hna ɲ̊á 'ব্রাশ'
ফেরোইস einki/onki [ˈɔɲ̊t͡ʃɪ] 'কিছুই না' ফোরোইস ভাষাতত্ত্ব দেখুন
বর্মী ညှာ /nya: [ɲ̊à] 'বিবেচ্য'
শুমি নিম্ন [ʃɐ̃˦ɲ̟̊ɛ˦] 'পরিষ্কার' প্রকৃতপক্ষে একটি পশ্চাদ্দন্তমূলীয়-তালব্য ধ্বনি, যা তিব্বত থেকে গৃহীত ঋণ শব্দে দেখতে পাওয়া যায়।

আরও জানুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিরাগত সংযোগ সম্পাদনা