অঘোষ অলিজিহ্ব্য উষ্মধ্বনি

অঘোষ অলিজিহ্ব্য ঊষ্মধ্বনি একটি ব্যঞ্জনধ্বনি যা বিশ্বের বিভিন্ন ভাষায় ব্যবহার করা হয়। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় এটিকে গ্রীক বর্ণ ⟨χ⟩ (কাই বা খাই) দিয়ে চিহ্নিত করা হয়। আমেরিকান ধ্বনিমূলক বর্ণমালায় এই ধ্বনিকে ⟨x̣⟩ দিয়ে চিহ্নিত করা হয়।

অঘোষ অলিজিহ্ব্য উষ্মধ্বনি
χ
আধ্বব সংখ্যা142
এনকোডিং
এন্টিটি (দশমিক)χ
ইউনিকোড (ষটদশমিক)U+03C7
এক্স-সাম্পাX
কার্শেনবমX
ব্রেইল⠨ (ব্রেইল নিদর্শন বিন্দু-46)⠯ (ব্রেইল নিদর্শন বিন্দু-12346)
অডিও নমুনা
noicon

ব্যবহার সম্পাদনা