অগ্রগামী আদিবাসী সমিতি

অগ্রগামী আদিবাসী সমিতি (ইংরেজি: "ফরওয়ার্ড আদিবাসী সমিতি") ভারতের পশ্চিমবঙ্গের আদিবাসীদের জন্য একটি সংগঠন। সংগঠনটি নিখিল ভারত ফরওয়ার্ড ব্লকের সাথে যুক্ত।[]

ইতিহাস

সম্পাদনা

সংস্থাটি ২০০৯ সালের ২৮-২৯ জানুয়ারী বাঁকুড়ায় একটি সম্মেলনে প্রতিষ্ঠিত হয়েছিল। বাঁকুড়া সম্মেলন যতীন সোরেন এবং নিশিকান্ত মেহতাকে যুগ্ম সভাপতি এবং বিশ্বনাথ কিস্কু এবং রেবতী ভট্টাচার্যকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে ৩৯-সদস্যের রাজ্য কমিটির নেতা হিসাবে নির্বাচিত করে। বাঁকুড়া সম্মেলনে একুশ দফা দাবির তালিকা গৃহীত হয়; বনবাসী আইনে জল-বন-জমির অধিকারের বিধান কার্যকর করা হবে, সমস্ত আদিবাসী পরিবারকে আদিবাসী শংসাপত্র দেওয়া হবে, আদিবাসী গ্রামে উন্নয়ন কমিটিতে আসন সংরক্ষণ করা হবে, ভূমিহীন আদিবাসী পরিবারগুলিকে সরকারি জমি দেওয়া হবে; আদিবাসীদের জন্য রেশন কার্ড প্রদান, ওল চিকি লিপির উন্নয়ন, দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫০০ টাকা পেনশনের প্রতিষ্ঠান, বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র, কৃষি সহায়তা, পানীয় জল, বিদ্যুৎ এবং সমস্ত আদিবাসী গ্রামে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, সমবায় গঠনের জন্য উপবৃত্তি এবং স্বয়ং - সাহায্য গোষ্ঠী এবং কুটির শিল্পের বিকাশ।[]

১৬ ডিসেম্বর ২০১০ তারিখে ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী) কর্তৃক অগ্রগামী আদিবাসী সমিতির সাতজন কর্মী নিহত হয়।[][] পুরুলিয়া জেলার চারটি পৃথক গ্রাম থেকে সাতজনকে অপহরণ করা হয়। নিহতরা স্থানীয়ভাবে সংগঠনের বিশিষ্ট সদস্য ছিল।[][] হত্যাকাণ্ডের পর সিপিআই (মাওবাদী) পোস্টার বিতরণ করে দাবি করে যে সাতজন নিহত ব্যক্তি নিরাপত্তা পরিষেবায় সহায়তা করেছে। সারা ভারত ফরওয়ার্ড ব্লক এবং সিপিআই (মার্ক্সবাদী) এই হত্যাকাণ্ডের নিন্দা করেছে। এর প্রতিবাদে পুরুলিয়া জেলায় ২৪ ঘণ্টার বনধের আয়োজন করেছিল সারা ভারত ফরওয়ার্ড ব্লক।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "CPI(M) Condemns Killing of Forward Bloc Activists ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১১-০৬-১৫ তারিখে". Statement of the Polit Bureau of the Communist Party of India (Marxist) on 17 December 2010. People's Democracy. Vol. XXXIV, No. 52, 26 December 2010. Retrieved 1 January 2011.
  2. "Tribal Peoples' Convention At West Bengal ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত মার্চ ২১, ২০১১ তারিখে". Towards Socialism. February 2009. Retrieved 1 January 2011.
  3. "Seven FB Adivasi Leaders killed by Maoists". Ganashakti. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ জানুয়ারি ২০১১ তারিখে
  4. "Left parties condemn Purulia killings ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১০-১২-২২ তারিখে". The Hindu. 18 December 2010. Retrieved 1 January 2011.