অখিলচন্দ্র দত্ত (১৮৬৯ – ১৯৫০) একজন বাঙালি আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন। তাকে তৎকালীন কুমিল্লার অন্যতম শ্রেষ্ঠ আইনজীবী হিসেবে বিবেচনা করা হয়।

অখিলচন্দ্র দত্ত
জন্ম১৮৬৯
ভর গাছ, ত্রিপুরা
মৃত্যু১৯৫০(1950-00-00) (বয়স ৮০–৮১)
জাতীয়তাব্রিটিশ ভারতীয়
পেশাআইনজীবী
পরিচিতির কারণকংগ্রেস বঙ্গীয় প্রাদেশিক রাষ্ট্রীয় সমিতির সভাপতি

প্রথম জীবন সম্পাদনা

অবিভক্ত ভারতের ত্রিপুরার ভরগাছ গ্রামে ১৮৬৯ সালে অখিলচন্দ্র দত্ত জন্মগ্রহণ করেন।

কর্মজীবন সম্পাদনা

১৮৯৭ সালে কুমিল্লায় ওকালতি শুরু করেন। পরবর্তী কালে তিনি কুমিল্লার শ্রেষ্ঠ আইনজীবীরূপে পরিনত হন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলার আসামী পক্ষদের থেকে আইনি লড়াই লড়ে ছিলেন এছাড়া কংগ্রেসের হয়ে নেতৃত্ব দিয়ে ছিলেন। ১৯১৬ সালে এবং ১৯২৩ সালে কংগ্রেস থেকে বঙ্গীয় ব্যবস্থা পরিষদের সদস্য ছিলেন। তারপর ১৯২৮ সালে বঙ্গীয় প্রদেশিক রাষ্ট্রীয় সমিতির সভাপতি ছিলেন। এবং পরবর্তী কালে ১৯৩২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত কেন্দ্রীয় ব্যবস্থা পরিষদের সদস্য ও সহ-সভাপতি ছিলেন।[১] ১৯৫০ সালে অখিলচন্দ্র দত্ত মারা যান।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Gallagher, John (১৯৭৩)। "Congress in Decline: Bengal, 1930 to 1939*"Modern Asian Studies (ইংরেজি ভাষায়)। 7 (3): 589–645। আইএসএসএন 1469-8099ডিওআই:10.1017/S0026749X00005321 
  2. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৪, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬