অক্রূরচন্দ্র সেন ছিলেন পুঁথি সংগ্রাহক। তাঁর সংগৃহীত বিভিন্ন পুঁথির মধ্যে সঞ্জয়ের মহাভারতের একটি মূল পুঁথি এবং রামনারায়ণ ঘোষেরধ্রুব উপাখ্যান, নৈষধ উপাখ্যানএবং সুধন্বাবধ উল্লেখযোগ্য।[1]

[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ১, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬