'জাম-দ্ব্যাংস-ছোস-র্জে-ব্ক্রা-শিস-দ্পাল-ল্দান

'জাম-দ্ব্যাংস-ছোস-র্জে-ব্ক্রা-শিস-দ্পাল-ল্দান (ওয়াইলি: 'jam dbyangs chos rje bkra shis ldan) (১৩৭৯-১৪৪৯) তিব্বতের 'ব্রাস-স্পুংস বৌদ্ধবিহার নামক দ্গে-লুগ্স বৌদ্ধ ধর্মসম্প্রদায়ের অন্যতম প্রধান বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা ছিলেন।

জন্ম ও শিক্ষা সম্পাদনা

'জাম-দ্ব্যাংস-ছোস-র্জে-ব্ক্রা-শিস-দ্পাল-ল্দান ১৩৭৯ খ্রিষ্টাব্দে তিব্বতের ব্সাম-য়াস (ওয়াইলি: bsam yas) অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল দ্গে-ব্স্ন্যেন (ওয়াইলি: dge bsnyen)। তিনি র্ত্সে-থাং (ওয়াইলি: rtse thang) বৌদ্ধবিহারে দীক্ষালাভ করেন। তিনি গ্সাং-ফু (ওয়াইলি: gsang phu) বৌদ্ধবিহারে তিনি গ্ন্যাল-র্গোদ-রিন-ছেন-ব্সাম-'গ্রুব (ওয়াইলি: gnyal rgod rin chen bsam 'grub) ও ল্দান-মা-দ্কোন-ম্ছোগ-সেং-গে (ওয়াইলি: ldan ma dkon mchog seng ge) নামক দুই ভিক্ষুর নিকট প্রজ্ঞাপারমিতা সম্বন্ধে এবং ত্সোং-খা-পা-ব্লো-ব্জাং-গ্রাগ্স-পা (ওয়াইলি: tsong kha pa blo bzang grags pa) নামক দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের প্রতিষ্ঠাতার নিকট লাম-রিম-ছেন-মো এবং স্ঙ্গাগ্স-রিম-ছেন-মো সম্বন্ধে শিক্ষালাভ করেন। ত্সোং-খা-পা-ব্লো-ব্জাং-গ্রাগ্স-পা তাকে ভিক্ষুর শপথও প্রদান করেন।[১]

অবদান সম্পাদনা

'জাম-দ্ব্যাংস-ছোস-র্জে-ব্ক্রা-শিস-দ্পাল-ল্দান ১৪১৬ খ্রিষ্টাব্দে 'ব্রাস-স্পুংস বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেন। তার আমলেই এই বিহারে স্গো-মাং (ওয়াইলি: sgo mang), ব্লো-গ্সাল-গ্লিং (ওয়াইলি: blo gsal gling), ব্দে-দ্ব্যাংস (ওয়াইলি: bde dbyangs), শাগ-স্কোর (ওয়াইলি: shag skor), থোস-ব্সাম-গ্লিং (ওয়াইলি: thos bsam gling), 'দুল-বা (ওয়াইলি: 'dul ba) এবং স্ঙ্গাগ্স-পা (ওয়াইলি: sngags pa) নামক সাতটি বিখ্যাত মহাবিদ্যালয় স্থাপিত হয়। তিনি ত্সোং-খা-পা'ই-গ্সাং-বা'ই-র্নাম-থার (ওয়াইলি: tsong kha pa'i gsang ba'i rnam thar) নামক ত্সোং-খা-পা-ব্লো-ব্জাং-গ্রাগ্স-পার জীবনী গ্রন্থ রচনা করেন। [১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Gyatso, Thinlay (মে ২০১৪)। "Jamyang Choje Tashi Pelden"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৪