১০০% আরাবিকা

১৯৯৭ সালের চলচ্চিত্র

১০০% আরবিয়া (১৯৯৭) একটি ফরাসি কৌতুকধর্মী চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন মাহমুদ জেমমৌরি [fr] এবং এতে অভিনয় করেছেন খালেদ ও চেব মামি[১][২][৩]

১০০% আরাবিকা
পরিচালকমাহমুদ জেমমৌরি
রচয়িতামারি-লরেন্স আতিয়াস
মাহমুদ জেমমৌরি
শ্রেষ্ঠাংশেখালেদ
চেব মামি
মুক্তি
  • ১৯৯৭ (1997)
স্থিতিকাল৮৫ মিনিট
ভাষাফরাসি

পটভূমি সম্পাদনা

চলচ্চিত্রটি প্যারিসের উপকণ্ঠে দারিদ্র্যপীড়িত, বস্তি এলাকায় ধারণ করা হয়। আলজেরিয়ার অভিবাসীরা, যাদের অনেকেই অবৈধভাবে ফ্রান্সে রয়েছে, তাদের কারণে এই জায়গাটি "১০০%আরাবিকা" ডাকনাম অর্জন করেছে। এটি একটি রুক্ষ এলাকা যেখানে - অপরাধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, কিশোর অপরাধীদের দল রাস্তায় ঘুরে বেড়ায় এবং পুলিশ এই এলাকায় টহল দিতে ভয় পায়। এইসময় এলাকার বাইরে থাকা মেয়র সিদ্ধান্ত নেন যে তিনি এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে চান, তখন তিনি স্থানীয় মসজিদের ইমাম স্লিমানেকে ভর্তুকি প্রদান করেন। যদি স্লিমানে মানুষকে এই রাস্তা থেকে সরিয়ে আনতে পারে তবে মেয়র অর্থ প্রদান চালিয়ে যাবেন। শীঘ্রই ১০০%আরবিকা বাইওয়ে প্রায় শান্তিপূর্ণ এলাকায় পরিনত হয় তবে এই এইসময় একটি রাই গ্যাং তৈরি হয় যারা আশেপাশে অশান্তির ঝড় তোলার চেষ্টা করে।

শ্রেষ্ঠাংশে সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Welt, Haus der Kulturen der (২০১৭-০৮-১৩)। "100% Arabica"HKW (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৬ 
  2. "100% Arabica"TVGuide.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৬ 
  3. "100 Percent Arabic (1997)" (ইংরেজি ভাষায়)। 

বহিঃসংযোগ সম্পাদনা