রংপুর সিটি কর্পোরেশনের মেয়র

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বা রংপুরের মেয়র বা রসিক মেয়র হলেন বাংলাদেশের রংপুর শহরের সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র। রংপুর মহানগর পরিচালনার জন্য প্রতিষ্ঠিত সিটি কর্পোরেশন এখানকার নগরপ্রশাসন ও স্বায়ত্তশাসিত স্থানীয় সরকার সংস্থা। মেয়র সিটি কর্পোরেশনের কার্যনির্বাহী প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন এবং তিনি প্রতি পাঁচ বছর পরপর নাগরিকের সরাসরি ভোটে নির্বাচিত হন। মেয়রের অনুপস্থিতিতে সিটি কর্পোরেশন এর কার্যপরিচালনার জন্য একজন প্রশাসক থাকেন। রংপুরের মেয়র একজন প্রতিমন্ত্রীর সমান পদমর্যাদা ভোগ করেন।[১]

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র
দায়িত্ব
মোস্তাফিজার রহমান মোস্তফা

২২ ডিসেম্বর ২০১৭ থেকে
রংপুর সিটি কর্পোরেশন
সম্বোধনরীতিমাননীয় মেয়র
আসননগর ভবন
মনোনয়নদাতাসরাসরি ভোটে নির্বাচিত
নিয়োগকর্তাবাংলাদেশের প্রধানমন্ত্রী
মেয়াদকাল৫ বছর
গঠন২৮ জুন ২০১২; ১১ বছর আগে (2012-06-28)
ডেপুটিপ্যানেল মেয়র
বেতনবার্ষিক ৳ ১০,২০,০০০

২০১২ সালের ২৮ জুন স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) বিল, ২০০৯-এর মাধ্যমে রংপুর পৌরসভাকে রংপুর সিটি কর্পোরেশনে উন্নীত করা হয়। একই বছরের ২০ ডিসেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন শরফুদ্দিন আহমেদ ঝন্টু। সর্বশেষ নির্বাচন হয় ২০১৭ সালে।

মেয়রদের তালিকা সম্পাদনা

ক্রমিক আলোকচিত্র নাম পদবী যোগদান অব্যাহতি দল তথ্যসূত্র
শরফুদ্দিন আহমেদ ঝন্টু মেয়র ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ২১ নভেম্বর ২০১৭ বাংলাদেশ আওয়ামী লীগ [২][৩]
মোস্তাফিজার রহমান মোস্তফা মেয়র ২১ জানুয়ারি ২০১৮ ডিসেম্বর ২০২২ জাতীয় পার্টি (এরশাদ) [৪]
মোস্তাফিজার রহমান মোস্তফা মেয়র জাতীয় পার্টি (এরশাদ)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "প্রজ্ঞাপন"। মন্ত্রী পরিষদ বিভাগ। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২০ 
  2. BanglaNews24.com। "২১ আগস্ট রংপুর সিটি নির্বাচনের সময় গণনা শুরু"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৭ 
  3. "বিএনপির প্রার্থী বাবলা : ভোটে লড়তে পদ ছাড়লেন ঝন্টু"www.bhorerkagoj.com। ২০২০-০৭-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৭ 
  4. "রসিক মেয়র মোস্তফা আজ দায়িত্ব নিচ্ছেন"poriborton.news। ২০২০-০৭-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৭