ধর্মসংস্কার

খ্রিস্টধর্মীয় আচার

ধর্মসংস্কার হলো খ্রিস্টধর্মীয় আচার যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বলে স্বীকৃত।[১] এই জাতীয় আচারের অস্তিত্ব, সংখ্যা ও অর্থ সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে। খ্রিস্টানরা ধর্মসংস্কারকে ঈশ্বরের বাস্তবতার দৃশ্যমান প্রতীক এবং সেইসাথে ঈশ্বরের করুণার প্রণালী হিসেবে বিবেচনা করে। রোমান ক্যাথলিক, লুথেরীয়, প্রেস্বাইটেরীয়, ইঙ্গোলিকীয়, মেথোদিস্টসংস্কার সহ অনেক সম্প্রদায় হিপ্পোর আউগুস্তিনুস দ্বারা প্রণয়নকৃত ধর্মানুষ্ঠানের সংজ্ঞা ধরে রাখে: অভ্যন্তরীণ অনুগ্রহের বাহ্যিক চিহ্ন, যা যীশু খ্রীষ্ট দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে।[২][৩][৪][৫] ধর্মসংস্কারগুলি এমনভাবে ঈশ্বরের অনুগ্রহকে বোঝায় যা অংশগ্রহণকারীর কাছে বাহ্যিকভাবে পর্যবেক্ষণযোগ্য।[৫]

সাত ধর্মসংস্কার, রজিয়ার ভ্যান ডার ওয়েইডেনের গির্জার বেদির পিছনে আঁকা ছবি, আনুমানিক ১৪৪৮

তথ্যসূত্র সম্পাদনা

  1. Stice, Randy (২০১৭-১১-২১)। Understanding the Sacraments of Initiation: A Rite-Based Approach (ইংরেজি ভাষায়)। LiturgyTrainingPublications। পৃষ্ঠা 41। আইএসবিএন 9781618331847 
  2. The Junior Catechism of the Methodist Episcopal Church and the Methodist Episcopal Church, South (ইংরেজি ভাষায়)। Jennings and Graham। ১৯০৫। পৃষ্ঠা 26। 87. What is a sacrament? A sacrament is an outward sign, appointed by Christ, of an inward grace. (Rom. 4:11.) 
  3. Lutheran Forum, Volumes 38–39 (ইংরেজি ভাষায়)। ২০০৪। পৃষ্ঠা 46। A sacrament is an outward sign of an inward grace. 
  4. Lyden, John C.; Mazur, Eric Michael (২৭ মার্চ ২০১৫)। The Routledge Companion to Religion and Popular Culture (ইংরেজি ভাষায়)। Routledge। পৃষ্ঠা 180। আইএসবিএন 9781317531067Augustine defines a sacrament as "an outward sign of an inward grace". Reformed tradition subscribes to this definition (see McKim 2001: 135). 
  5. "Catechism of the Catholic Church, 1131"www.vatican.va। সংগ্রহের তারিখ ২০২০-০১-০৪