ঠেলা জাল

স্থানীয়ভাবে মাছ ধরার জাল

ঠেলা জাল হল এক ধরনের মাছ ধরার জাল যা নদীর মোহনায় ব্যবহৃত হয়, বিশেষ করে ওয়েলস এবং ইংল্যান্ডের সেভার্ন মোহনায় স্যামন ধরার জন্য।

গরীব জেলে নদীতে ঠেলা জাল দিয়ে মাছ ধরছেন

জালের ধরনের মধ্যে ঠেলা জাল অন্যতম। ঠেলা জাল তিন কোনা। তাই এটাকে তিন কোনা বাঁশের ফ্রেমে আটকানো হয়। ভারতীয় উপমহাদেশে ঠেলা জাল দিয়ে সাধারণত ছোট ছোট মাছ ধরা হয়। ঠেলা জালের হাতল ধরে পানিতে নেমে সামনের দিকে নিলে এই জালে পুটি,খলিসা, চিংড়ি, বেলে ইত্যাদি মাছ ধরা পড়ে।

তথ্যসূত্র সম্পাদনা