ছয়ঘোরিয়া গ্রাম পঞ্চায়েত

ছয়ঘোরিয়া গ্রাম পঞ্চায়েত হল বনগাঁ পঞ্চায়েত সমিতির অন্তর্গত ১৬ টি গ্রাম পঞ্চায়েতের একটি। এটি বনগাঁ মহকুমার অন্তর্ভুক্ত। এর প্রশাসনিক ভবন ও সদর দপ্তর ছয়ঘোরিয়া গ্রামে অবস্থিত৷ মোট ৭ টি গ্রাম নিয়ে ছয়ঘোরিয়া গ্রাম পঞ্চায়েত গঠিত।

ছয়ঘোরিয়া
গ্রাম পঞ্চায়েত
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
প্রশাসনিক বিভাগপ্রেসিডেন্সি বিভাগ
জেলাউত্তর চব্বিশ পরগণা
মহকুমাবনগাঁ মহকুমা
ব্লক/পঞ্চায়েত সমিতিবনগাঁ
গ্রাম পঞ্চায়েতছয়ঘোরিয়া
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫.৩০)
আইএসও ৩১৬৬ কোডআইএন-ডব্লুবি (IN-WB)

প্রশাসনিক গঠন সম্পাদনা

৭ টি গ্রাম নিয়ে ছয়ঘোরিয়া গ্রাম পঞ্চায়েত গঠিত।[১] গ্রামগুলি হল -

  • ছাইঘরিয়া
  • হরিদাসপুর
  • জয়ন্তীপুর
  • খলিতপুর
  • খলিতপুর চাক
  • নড়হরিপুর
  • পিরোজপুর

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ছয়ঘোরিয়া গ্রাম পঞ্চায়েতের মোট জনসংখ্যা ছিল ২২,৮৪২ জন। মোট জনসংখ্যার মধ্যে জন ১১,৬৮৫ জন পুরুষ ও ১১,১৫৭ জন নারী।[২]

ভাষা সম্পাদনা

ছয়ঘোরিয়া গ্রাম পঞ্চায়েতের সরকারি ভাষা হল বাংলা। ইংরেজি হল এই গ্রাম পঞ্চায়েতের সহকারী সরকারি ভাষা। গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী সকলের মাতৃভাষা বাংলা।

অর্থনীতি সম্পাদনা

এই গ্রাম পঞ্চায়েতের অর্থনীতি কৃষি নির্ভর। ধান ও পাট এখানকার প্রধান অর্থকরী ফসল। এছাড়াও এখানে প্রচুর পরিমাণে সবজি উৎপাদিত হয়।

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা