গজারিয়া ইউনিয়ন, ভৈরব

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার একটি ইউনিয়ন

গজারিয়া ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]

গজারিয়া
ইউনিয়ন
গজারিয়া ইউনিয়ন পরিষদ।
গজারিয়া ঢাকা বিভাগ-এ অবস্থিত
গজারিয়া
গজারিয়া
গজারিয়া বাংলাদেশ-এ অবস্থিত
গজারিয়া
গজারিয়া
বাংলাদেশে গজারিয়া ইউনিয়ন, ভৈরবের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৩′৬″ উত্তর ৯০°৫৯′০″ পূর্ব / ২৪.০৫১৬৭° উত্তর ৯০.৯৮৩৩৩° পূর্ব / 24.05167; 90.98333 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাকিশোরগঞ্জ জেলা
উপজেলাভৈরব উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও সীমানা সম্পাদনা

ভৈরব উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়ন গজারিয়া। এই ইউনিয়নের উত্তর এবং পশ্চিমে কুলিয়ারচর উপজেলা , দক্ষিণে কালিকাপ্রসাদ ইউনিয়ন, পূর্বে সাদেকপুর ইউনিয়ন অবস্থিত৷

ইতিহাস সম্পাদনা

প্রশাসনিক এলাকা সম্পাদনা

মোট চারটি প্রধান গ্রাম নিয়ে গজারিয়া ইউনিয়ন গঠিত। ওয়ার্ড ৯ টি। গ্রামগুলো হলো -

  1. বাঁশগাড়ী (৭,৮,৯ নং ওয়ার্ড)
  2. গজারিয়া (৩ নং ওয়ার্ড)
  3. চাঁন্দেরচর ( ২ নং ওয়ার্ড)
  4. মানিকদী, সবচেয়ে বড় গ্রাম। কয়েকটি পাড়া এবং হাটি নিয়ে গঠিত। (২,৪,৫,৬ নং ওয়ার্ড)

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

সর্বশেষ তথ্যমতে (২০২৪) , মোট ভোটার - ২৩০৯২ জন। পুরুষ - ১১২৫৭ জন , মহিলা ১০৮৩৫ জন

শিক্ষা সম্পাদনা

শিক্ষার হার : ৮০%

শিক্ষা প্রতিষ্ঠান :

গজারিয়া ইউনিয়নে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এ ইউনিয়নের ছেলে মেয়েদের শিক্ষিত এবং মানবিকগুণ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারি এবং বেসরকারি উদ্দ্যোগে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে। যার মধ্যে কয়েকটি -

একটি বিশ্ববিদ্যালয় :

১.শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাঁশগাড়ী[৩]

দুইটি কলেজ :

 
জেড.রহমান কলেজ

১. জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ, বাঁশগাড়ী

২. শহিদুল্লাহ কায়সার কলেজ, বাঁশগাড়ী

দুইটি হাইস্কুল :

১. জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ, বাঁশগাড়ী

২. আলফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, মানিকদী

একটি দাখিল মাদ্রাসা :

১. বাঁশগাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসা

তাছাড়া কয়েকটি প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী এবং হাফেজিয়া মাদ্রাসা রয়েছে।

দর্শনীয় স্থান সম্পাদনা

১. জিল্লুর রহমান সেতু, মানিকদী

২. ইকবাল এডুকেশন ওয়ার্ল্ড

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

• ডা. এইচবিএম ইকবাল, সাবেক এমপি ঢাকা-১০, চেয়ারম্যান প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ডা. এইচ বি এম ইকবাল

জনপ্রতিনিধি সম্পাদনা

চেয়ারম্যান
ক্রমিক নাম মেয়াদ
০১ এ. এস শাহরিয়ার ২০২২- বর্তমান

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "গজারিয়া ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০ 
  2. "ভৈরব উপজেলা"বাংলাপিডিয়া। ১৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০ 
  3. "About Us"Sheikh Hasina University of Science and Technology (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৭