কোক স্টুডিও বাংলা (মৌসুম ৩)

কোক স্টুডিও বাংলার তৃতীয় টেলিভিশন মৌসুম

বাংলাদেশী সঙ্গীত বিষয়ক টেলিভিশন অনুষ্ঠান কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুম ২০২৪ সালের ১৩ এপ্রিল[১][২] থেকে সম্প্রচারিত হচ্ছে। মৌসুমটি প্রযোজনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব এবং নির্বাহী প্রযোজনা করেছে কোকা-কোলা বাংলাদেশ। এই মৌসুমে ১১টি গান থাকবে।[৩]

কোক স্টুডিও বাংলা
মৌসুম ৩
শ্রেষ্ঠাংশেশিল্পী
মূল উৎপত্তির দেশবাংলাদেশ
মুক্তি
মূল চ্যানেলওয়েব সম্প্রচার
মূল মুক্তির তারিখ১৪ ফেব্রুয়ারি ২০২৩ (2023-02-14) –
বর্তমান
মৌসুম কালক্রম
← পূর্ববর্তী
মৌসুম ২

পর্ব সম্পাদনা

শিল্পী সম্পাদনা

কণ্ঠশিল্পী সম্পাদনা

ব্যাকিং ভোকালিস্ট সম্পাদনা

  • মোঃ আরিফুল হক
  • জান্নাতুল ফেরদৌস আকবর
  • শেখ মুমতাহিনা মেহজাবিন
  • কারিশমা শানু সভ্যতা
  • বেবি আক্তার
  • নিশাত আরা খালেদ
  • মোঃ মাখন মিয়া

অন্যান্য সম্পাদনা

ক্রম মুক্তির তারিখ গানের নাম কণ্ঠসঙ্গীত গীতিকার তথ্যসূত্র
গান
১৩ এপ্রিল ২০২৩ তাঁতি
  • গঞ্জের আলী (গায়ের বধু)
  • হানা দি রেশমের বনে (শতরূপা ঠাকুরতা রায়)
  • Time to Giger (অলি বয়)
  • জামদানি বুনন গীতি
[৪][৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. অনলাইন, চ্যানেল আই (২০২৪-০৪-১২)। "নববর্ষ সামনে রেখে কোক স্টুডিও বাংলার নতুন সিজন"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৩ 
  2. হোসেন, তায়েব মিল্লাত। "কোক স্টুডিও বাংলা: তৃতীয় সিজনে যা থাকছে"bdnews24। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৩ 
  3. "'কোক স্টুডিও বাংলা' তৃতীয় সিজনের প্রথম গান 'তাঁতি'"www.dainikamadershomoy.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৩ 
  4. "কোক স্টুডিও বাংলায় জয়া আহসান, থাকছে তাঁতিদের গান"