কচুয়া ইউনিয়ন, কচুয়া

বাগেরহাট জেলার কচুয়া উপজেলার একটি ইউনিয়ন

কচুয়া ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার কচুয়া উপজেলার একটি ইউনিয়ন পরিষদ[১] এটি ২৬.০৬ কিমি২ (১০.০৬ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৩০,৭৯০ জন।[২]

কচুয়া
ইউনিয়ন
কচুয়া ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাবাগেরহাট জেলা
উপজেলাকচুয়া উপজেলা, বাগেরহাট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট২৬.০৬ বর্গকিমি (১০.০৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩০,৭৯০
 • জনঘনত্ব১,২০০/বর্গকিমি (৩,১০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটkachuaup.bagerhat.gov.bd

গ্রামসমূহ সম্পাদনা

  1. কচুয়া
  2. বারুইখালী
  3. টেংরাখালী
  4. আড়িয়ামর্দ্দন
  5. হাজরাখালী
  6. গিমটাকাঠী

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কচুয়া ইউনিয়ন"ফকিরহাট উপজেলার ইউনিয়ন। kachuaup.bagerhat.gov.bd। ২০২০। 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬