ভিতোর মাচাদো ফেরেইরা

পর্তুগিজ ফুটবলার

ভিতোর মাচাদো ফেরেইরা (পর্তুগিজ: Vitinha; জন্ম: ১৩ ফেব্রুয়ারি ২০০০; ভিতিনিয়া নামে সুপরিচিত) হলেন একজন পর্তুগিজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফ্রান্সের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লিগ ১-এর ক্লাব পারি সাঁ-জেরমাঁ এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

ভিতিনিয়া
২০২৩ সালে পারি সাঁ-জেরমাঁ হয়ে ভিতিনিয়া
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ভিতোর মাচাদো ফেরেইরা
জন্ম (2000-02-13) ১৩ ফেব্রুয়ারি ২০০০ (বয়স ২৪)
জন্ম স্থান সান্তো তিরসো, পর্তুগাল
উচ্চতা ১.৭২ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
পারি সাঁ-জেরমাঁ
জার্সি নম্বর ১৭
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:৪৭, ২১ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৭ সালে, ভিতিনিয়া পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলের হয়ে পর্তুগালের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় পাঁচ বছর যাবত পর্তুগালের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২২ সালে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; পর্তুগালের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

ভিতোর মাচাদো ফেরেইরা ২০০০ সালের ১৩ই ফেব্রুয়ারি তারিখে পর্তুগালের সান্তো তিরসোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

ভিতিনিয়া পর্তুগাল অনূর্ধ্ব-১৭, পর্তুগাল অনূর্ধ্ব-১৮, পর্তুগাল অনূর্ধ্ব-১৯ এবং পর্তুগাল অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে পর্তুগালের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালের ১৪ই ফেব্রুয়ারি তারিখে তিনি জার্মানি অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে ম্যাচে পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[১] পর্তুগালের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৫ বছরে ৪৮ ম্যাচে অংশগ্রহণ করে ৪টি গোল করেছেন।

২০২২ সালের ২৯শে মার্চ তারিখে, ২২ বছর, ১ মাস ও ১৬ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ভিতিনিয়া উত্তর মেসিডোনিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের হয়ে অভিষেক করেছেন।[২] উক্ত ম্যাচের ৯১তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় জুয়াও মৌচিনয়োর বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[৩] ম্যাচে তিনি ৪ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৪] ম্যাচটি পর্তুগাল ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৫] পর্তুগালের হয়ে অভিষেকের বছরে ভিতিনিয়া সর্বমোট ৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

২১ মে ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
পর্তুগাল ২০২২
২০২৩
২০২৪
সর্বমোট ১৫

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা