ঝ (ইন্ডিক)

ইন্ডিক বর্ণ

হলো ভারতীয় আবুগিদার নবম ব্যঞ্জনবর্ণ। আধুনিক ভারতীয় লিপিগুলিতে ঝ ব্রাহ্মী বর্ণ ng থেকে উদ্ভূত হয়েছে গুপ্ত বর্ণ -এর মধ্য দিয়ে।

Jha
বাংলা দেবনাগরী গুরুমুখী গুজরাটি ওড়িয়া
Jha Jha Jha
তামিল তেলুগু কন্নড় মালয়ালম সিংহলী
-
থাই লাও তিব্বতি বর্মী খমের
-
বায়বায়িন হানুনো বুহিদ তাগবানওয়া লোনতারা
- - - - -
বালী সুন্দা লিম্বু তাই লে নয়া তাই লু
- - -
লেপছা সৌরাষ্ট্র রেজং জাভাই চাম
- -
থাই থম থাই ভিয়েত কায়াঽ লি ফাগ্‌স-পা সিদ্ধং
-- - - Siddhaṃ 'Jha'
মহাজনি খোজকি খোদাবাদি সিলেটি মেইতেই
𑅜 - 𑋄
Modi তিরহুতা কৈথি সোরা গ্রন্থ
𑘖 𑒗 𑂕 - 𑌝
চাকমা শারদা তাকরি খরোষ্ঠী ব্রাহ্মী
𑄏 𑆙 𑚒 - Brahmi 'Jha'
ধ্বনিগ্রামিক প্রতিনিধি: /d͡ʒʱ/
আসলিব প্রতিবর্ণীকরণ: jha
ইসকি কোড পয়েন্ট: BB (187)

গণিতে ঝ (झ) সম্পাদনা

আর্যভট্টের ব্যবহার সম্পাদনা

ভারতীয় সংখ্যা প্রণালী সৃষ্টির পেছনে আর্যভট্টের দেবনাগরী অক্ষর সমূহকে প্রায় গ্রীকদের দ্বারা সংখ্যা লেখার মতো ব্যবহার করা হত। झ’র বিভিন্ন রূপের মানসমূহ নিচে দেয়া হল:[১]

বাংলা ঝ সম্পাদনা

হল বাংলা ভাষার নবম ব্যঞ্জনবর্ণ এবং বাংলা বর্ণমালার ২০তম বর্ণ।

বৈশিষ্ট্য সম্পাদনা

এটি একটি পূর্ণমাত্রাবিশিষ্ট ব্যঞ্জনধ্বনি ধ্বনি। ২৫ টি স্পর্শধ্বনি বা বর্গীয় ধ্বনির একটি এবং চ-বর্গের অন্তর্গত অঘোষ মহাপ্রাণ ধ্বনি।

ব্যবহার সম্পাদনা

ঝ ঝা ঝি ঝী ঝু ঝূ ঝে ঝৈ ঝো ঝৌ

স্বরবর্ণ ঝ'র সাথে যুক্ত হলে
ঝা
ঝি
ঝী
ঝু
ঝূ
ঝৃ
ঝে
ঝৈ
ঝো
ঝৌ

তথ্যসূত্র সম্পাদনা

  1. Ifrah, Georges (২০০০)। The Universal History of Numbers. From Prehistory to the Invention of the Computer (ইংরেজি ভাষায়)। নিউ ইয়র্ক: John Wiley & Sons। পৃষ্ঠা 447–450। আইএসবিএন 0-471-39340-1