ছাওলা (ইংরেজি: Chhawla), ভারতের ন্যাশনাল ক্যাপিটাল টেরিটোরি অফ দিল্লী রাজ্যের দক্ষিণ পশ্চিম জেলার একটি শহর ।

ছাওলা
ছাওলা
জনসংখ্যা (২০০১)
 • মোট৯,০৪৭
ধর্মেন্দ্র প্রধান দক্ষিণ পশ্চিম দিল্লির ছাওলাতে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ক্যাম্পাসে রান্নাঘরে পিএনজি সরবরাহের উদ্বোধন করছেন

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে ছাওলা শহরের জনসংখ্যা হল ৯০৪৭ জন।[১] এর মধ্যে পুরুষ ৫৭%, এবং নারী ৪৩%।

এখানে সাক্ষরতার হার ৭৭%, । পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৩%, এবং নারীদের মধ্যে এই হার ৬৮%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে ছাওলা এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১৩% হল ৬ বছর বা তার কম বয়সী।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১১, ২০০৭