অ্যাঞ্জেলো কেন্দ্র

অ্যাঞ্জেলো কেন্দ্র হল যুক্তরাজ্য়ের অন্তর্গত উত্তর পূর্ব ইংল্যান্ডের নিউক্যাসলের পশ্চিম প্রান্তের একটি দাতব্য সংস্থা।[১] এটি কৃষ্ণাঙ্গ, এশীয়, সংখ্যালঘু জাতিগত এবং উদ্বাস্তু মহিলাদের প্রশিক্ষণ দেয়, ব্যক্তিগত উন্নয়ন সুম্পর্কে বলে, উপদেশ প্রদান করে, অভিবাসনে সাহায্য করে এবং গার্হস্থ্য সহিংসতার জন্য আইনি পরামর্শ প্রদান করে।

ইতিহাস সম্পাদনা

অ্যাঞ্জেলো কেন্দ্র ১৯৯৩ সালে নারী কর্মী এবং সমাজকর্মীদের একটি যৌথ প্রচেষ্টা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল,[১] এর পরিচালক হলেন উম্মে ইমাম, যিনি পূর্বে ডারহাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রদায় ও যুব কাজ শিখিয়েছেন এবং জাতি ও লিঙ্গের বৈষম্যকে সবার দৃষ্টিগোচর করতে প্রতিশ্রুতিবদ্ধ।[২]

লক্ষ্য সম্পাদনা

কেন্দ্রটি এবং এর সহায়তা কর্মী, পরামর্শদাতা, প্রশিক্ষক, সুবিধাদাতা এবং স্বেচ্ছাসেবকদের দল মহিলাদের দক্ষতা প্রশিক্ষণ দেয়, ব্যক্তিগত উন্নয়ন ও নিয়োগ যোগ্যতায় সহায়তা করে এবং কল্যাণে অধিগম্যতা প্রদান করে। এই সংস্থার উদ্দেশ্য বাধা অতিক্রম করতে নারীদের সাহায্য করা এবং তাদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে সক্ষম করার জন্য পরিষেবা প্রদান করা।[৩][৪] অ্যাঞ্জেলো কেন্দ্র বৈষম্যেকে নিয়ে বৈশ্বিক সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে জমায়েত এবং প্রতিবাদের আয়োজন করে, এর পাশাপাশি উদযাপন ও ধর্মীয় উৎসবের আয়োজন করে, সামাজিক গোষ্ঠী নির্মান করে এবং অনানুষ্ঠানিক সঙ্গীদের পরামর্শের সুবিধা দেয়।[১] কেন্দ্র একটি ঐতিহ্যমূলক প্রকল্প ব্যাম! সিস্তাহুড! এর সমন্বয় করে। এটির উদ্দেশ্য উত্তর পূর্ব ইংল্যান্ডের কৃষ্ণাঙ্গ, এশিয়ান, সংখ্যালঘু জাতিগত এবং উদ্বাস্তু মহিলাদের অতীত ও বর্তমান অর্জন এবং অভিজ্ঞতার উপর আলোকপাত করা।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Clarke, R.; Dunphy, P. (২০১৫)। "Photo-parshiya - Discursive Assemblages in an International Women's Centre"। Cambridge, UK। 
  2. Banks, Sarah (১৯৯৯)। Ethical Issues in Youth Work (2nd সংস্করণ)। Routledge। 
  3. "About"The Angelou Centre। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৬ 
  4. "Vera visits Newcastle's Angelou Centre"Vera Baird QC। ২৬ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৬ 
  5. "BAM! Sitahood! Project"Heritage Lottery Fund। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৬ 

বহিঃসংযোগ সম্পাদনা