১৯৯৩ দক্ষিণ এশীয় গেমস

(১৯৯৩ দক্ষিণ এশীয় গেম্‌স থেকে পুনর্নির্দেশিত)

১৯৯৩ দক্ষিণ এশীয় গেমস, অফিসিয়ালভাবে ৬ষ্ঠ দক্ষিণ এশীয় গেমস ২০শে ডিসেম্বর থেকে ২৭শে ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।[১] এর ফলে সাফ গেমস ইতিহাসে, ঢাকা প্রথম শহর হিসেবে এই ইভেন্টের জন্য দ্বিতীয়বার স্বাগতিক হয়।

৬ষ্ঠ দক্ষিণ এশীয় গেমস
স্বাগতিক শহরবাংলাদেশ ঢাকা, বাংলাদেশ
অংশগ্রহণকারী জাতিসমূহ
বিষয়সমূহ১১টি ক্রীড়া
উদ্বোধনী অনুষ্ঠান২০ ডিসেম্বর
সমাপ্তি অনুষ্ঠান২৭ ডিসেম্বর
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেনআবদুর রহমান বিশ্বাস
প্রধান মিলনস্থনবঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
১৯৯১ ১৯৯৫  >

অংশগ্রহণকারী দেশ সম্পাদনা

১৯৯৩ দক্ষিণ এশীয় গেমসে ৭টি দেশ অংশগ্রহণ করে।

ক্রীড়া সম্পাদনা

৬ষ্ঠ দক্ষিণ এশীয় গেমসে অফিসিয়ালভাবে ১১টি ক্রীড়া ছিল।[১]

পদক তালিকা সম্পাদনা

  *   স্বাগতিক জাতি (বাংলাদেশ)

অবজাতিস্বর্ণরৌপ্যব্রোঞ্জমোট
  ভারত৬০৪৬৩১১৩৭
  পাকিস্তান২৩২২২০৬৫
  শ্রীলঙ্কা২০২২৩৯৮১
  বাংলাদেশ*১১১৯৩২৬২
    নেপাল১৫২২
  ভুটান
  মালদ্বীপ
মোট (৭টি জাতি)১১৫১১৫১৩৭৩৬৭

তথ্যসূত্র সম্পাদনা

  1. "News"। ১০ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৩