স্টিফেন স্মেইল

মার্কিন গণিতবিদ

স্টিফেন স্মেইল একজন মার্কিন গণিতবিদ। তিনি ১৯৬৬ সালে ফিল্ডস পদক লাভ করেন।

স্টিফেন স্মেইল
জন্ম (1930-07-15) ১৫ জুলাই ১৯৩০ (বয়স ৯৩)
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনমিশিগান বিশ্ববিদ্যালয়
পুরস্কারWolf Prize (2006/07)
ন্যাশনাল মেডেল অব সায়েন্স (১৯৯৬)
ফিল্ডস পদক (১৯৬৬)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রগণিত
প্রতিষ্ঠানসমূহToyota Technological Institute at Chicago
সিটি ইউনিভার্সিটি অব হংকং
শিকাগো বিশ্ববিদ্যালয়
কলাম্বিয়া ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
ডক্টরাল উপদেষ্টাRaoul Bott
ডক্টরেট শিক্ষার্থীRufus Bowen
John Guckenheimer
Morris Hirsch
Jacob Palis
Themistocles M. Rassias
Siavash Shahshahani

জীবনী সম্পাদনা

স্মেইল মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫২ সালে ব্যাচেলর অব সায়েন্স, ১৯৫৩ সালে মাস্টার অব সায়েন্স এবং ১৯৫৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। [১] ১৯৬০ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের গণিত বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ১৯৬১ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের অধ্যাপক পদে ছিলেন। ১৯৬৪ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেতে ফিরে এসে অধ্যাপক পদে যোগ দেন।

সম্মাননা সম্পাদনা

  • সম্মানসূচক ডিএসসি, ওয়ারউইক বিশ্ববিদ্যালয়, ১৯৭৪
  • সম্মানসূচক ডিএসসি, কুইন্স বিশ্ববিদ্যালয়, অন্টারিও, ১৯৮৭
  • সম্মানসূচক ডিএসসি, মিশিগান বিশ্ববিদ্যালয়, ১৯৯৬
  • সম্মানসূচক ডিএসসি, সিটি ইউনিভার্সিটি অব হংকং, ১৯৯৭

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা