সুরেন্দ্রনাথ কলেজ

পশ্চিমবঙ্গের কলেজ

সুরেন্দ্রনাথ কলেজ কলকাতার এক কলেজ। এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে স্নাতক পর্যায়ে পড়ানো হয়। কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ। ১৮৮৪ সালে জাতীয়তাবাদী নেতা স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এ কলেজের প্রতিষ্ঠাতা।

সুরেন্দ্রনাথ কলেজ
প্রাক্তন নাম
রিপন কলেজ
ধরনকলেজ
স্থাপিত১৮৮৪; ১৪০ বছর আগে (1884)
প্রতিষ্ঠাতাসুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
অধিভুক্তিকলকাতা বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষইন্দ্রনীল কর
ঠিকানা
২৪/২, মহাত্মা গান্ধী রোড, বৈঠকখানা
, , ,
৭০০০০৯
,
২২°৩৪′১৫″ উত্তর ৮৮°২২′০২″ পূর্ব / ২২.৫৭০৭৪৩৪° উত্তর ৮৮.৩৬৭৩২৪৬° পূর্ব / 22.5707434; 88.3673246
শিক্ষাঙ্গনশহুরে
ওয়েবসাইটsurendranathcollege.org
মানচিত্র

সুরেন্দ্রনাথ কলেজের প্রথম অধ্যক্ষ হিসাবে ছিলেন মীরা দত্তগুপ্ত। তিনি ১৯৩১ সালে কলেজে মেয়েদের পৃথক শাখা খোলেন।

ইতিহাস থেকে প্রাপ্ত তথ্যাদি ঘেঁটে জানা যায় যে, পূর্বে কলেজটির নাম ছিল রিপন কলেজ যা ভারতের অন্যতম প্রাচীন আইন কলেজ, তৎকালীন ব্রিটিশ ভাইসরয় লর্ড রিপনের নামানুসারে হয়েছিল। পরবর্তীতে ১৯৪৮-১৯৪৯ শিক্ষাবর্ষে কলেজটির প্রতিষ্ঠাতা হিসেবে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নামে নামাঙ্কিত করা হয় "সুরেন্দ্রনাথ কলেজ"। ভারতের প্রথম রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রসাদ এবং ভারত তথা সুপ্রিম কোর্টের প্রথম বাঙালী প্রধান বিচারপতি বিজন কুমার মুখার্জী এই আইন কলেজের ছাত্র ছিলেন।

শিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ তার সুবিখ্যাত অমৃত বচন প্রদান করে ভারতে ফিরে কলকাতায় এ কলেজের বেদীতে তার ১ম বক্তব্য প্রদান করেছিলেন।

পদস্থ অনুষদ ব্যক্তিত্ব সম্পাদনা

স্মরণীয় ব্যক্তিবর্গ সম্পাদনা

রাজনীতিবিদ সম্পাদনা

চিকিৎসক সম্পাদনা

  • সামন্ত লাল সেন: প্রখ্যাত বার্ন ও প্লাস্টিক সার্জারি ডাক্তার, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী।

বুদ্ধিজীবী সম্পাদনা

লেখক সম্পাদনা

শিল্পী ও কলাকুশলী সম্পাদনা

ক্রীড়া ব্যক্তিত্ব সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা