শিশির অধিকারী

ভারতীয় রাজনীতিবিদ

শিশির অধিকারী হলেন মনমোহন সিংহ সরকারের গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী। তিনি কাঁথি কেন্দ্র থেকে পঞ্চদশ লোকসভায় নির্বাচিত হয়েছেন।[১]

শিশির অধিকারী
সংসদীয় এলাকাকাঁথি
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1941-09-19) ১৯ সেপ্টেম্বর ১৯৪১ (বয়স ৮২)
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলবিজেপি
দাম্পত্য সঙ্গীগায়ত্রী অধিকারী
বাসস্থানকাঁথি, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ
ধর্মহিন্দু
ওয়েবসাইটindia.gov.in

শিশির অধিকারীর জন্ম ভারতের পশ্চিমঙ্গের এক পরিবারে। ৭১ বছর বয়সী শিশির অধিকারী তৃণমূল কংগ্রেসের এক উল্লেখযোগ্য গ্রামনেতা ছিলেন। তিনি ও তার পুত্র তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। শিশির অধিকারী পূর্বে ২৫ বছর কাঁথি পুরসভার পুরপ্রধানের দায়িত্বও পালন করেছিলেন।[২][৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Team Manmohun"। NDTV। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২০ 
  2. "Thumbnail sketches of ministers of state"। new Kerala.com। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২০ 
  3. "Sisir Adhikari -Profile"। westbengalelectionresult.com। ৩০ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।