শাটল-মির কর্মসূচি

মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সহযোগিতামূলক মহাকাশ কর্মসূচি
(শাটল-মির প্রোগ্রাম থেকে পুনর্নির্দেশিত)

শাটল-মির কর্মসূচি একটি রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র-এর যৌথ উদ্যোগের মহাকাশ যাত্রা কর্মসূচি। এটিই প্রথম কর্মসূচি যেখানে মার্কিন নভোচারীরা রুশ সয়ুজে এবং রুশ অভিযাত্রীরা মার্কিন খেয়াযানে করে অন্তরীক্ষে লম্বা সময়ের জন্য গবেষণা করেছে।

The official NASA patch for the program.
The official NASA patch for the program.

এই কর্মসূচিটিকে প্রথম দশা (ফেজ ওয়ান) হিসেবেও অভিহিত করা হয়, কারণ এটি থেকে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মহাকাশ বিষয়ক গবেষণা ও অভিজ্ঞতা বিনিময় করেছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও রাশিয়ার মহাকাশ সংস্থা রসকমসের যৌথ প্রয়াসে এই কর্মসূচির সূচনা হয়। এই ককর্মসূচির ঘোষণা করা হয় ১৯৯৩ সালে এবং ১৯৯৪ সালে প্রথমবারের মত শুরু করা হয়।

বহিঃসংযোগ সম্পাদনা