লুকিন’ টু গেট আউট

মার্কিন কমেডি চলচ্চিত্র

লুকিন' টু গেট আউট (ইংরেজি: Lookin’ to Get Out) হচ্ছে হল অ্যাশবি পরিচালিত, অ্যাল শোয়ার্টজজন ভইট লিখিত, এবং ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন কমেডি বা হাস্য-রসাত্মক চলচ্চিত্র। এতে যারা যারা অভিনয় করেছেন তার মধ্যে আছেন জন ভইট, তার কন্যা অ্যাঞ্জেলিনা জোলি, অ্যান মার্গারেট, এবং বার্ট ইয়াং। এ ছবিতে অভিনয়ের সময় জোলির বয়স ছিলো সাত বছর। তার চরিত্রটি ছিরো ভইটের চরিত্রের কন্যার, এবং মূলত ছবির শেষ দিকেই তাকে বেশি দেখা যায়।

লুকিন' টু গেট আউট
পরিচালকহল অ্যাশবি
প্রযোজকঅ্যান্ড্রিউ ব্রান্সবার্গ
রবার্ট শাফেল
এডওয়ার্ড টিটস
রচয়িতাঅ্যাল শয়ার্টজ
জন ভইট
শ্রেষ্ঠাংশে
সুরকারমাইলস গুড ম্যান
জনি মেন্ডেল
চিত্রগ্রাহকহাসকেল ওয়েক্সলার
সম্পাদকরবার্ট সি জোন্স
পরিবেশকপ্যারামাউন্ট পিকচার্স
মুক্তি৮ অক্টোবর, ১৯৮২ (প্রিমিয়ার - যুক্তরাষ্ট্র)
২২ জুলাই, ১৯৮৩ (ফিনল্যান্ড)
স্থিতিকাল১০৫ মিনিট
দেশযুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়১.৭ কোটি ডলার (আনুমানিক)

কুশীলব সম্পাদনা

নির্মাণ সম্পাদনা

ছবিটি স্টুডিওর মাধ্যমে সম্পাদনা (রিকাট) হওয়ার আগেই পরিচালক অ্যাশবি এটি নিজের মতো করে সম্পাদনা করেন। কয়েকবছর পরে, ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বক্তৃতা দেবার সময়, জন ভইট আবিষ্কার করেন যে, শিক্ষার্থীদের যে ছবিটির যে প্রিন্টটি দেখানো হচ্ছে যা হল সংস্করণ নয়, বরং অ্যাশবির তৈরি আসল সংস্করণটি-ই, যা হারিয়ে গেছে বলে ধারণা করা হয়েছিলো। এটি প্রযোজক ও পরিবেশক প্রতিষ্ঠান ওয়ার্নার হোম ভিডিওর নজরে আসে, এবং এই পরিচালক সংস্করণটি মুক্তি পায় ৩০ জুন, ২০০৯।

বহিঃসংযোগ সম্পাদনা