লিভ টাইলার

মার্কিন অভিনেত্রী

লিভ রান্ডগ্রেন টাইলার (ইংরেজি: Liv Rundgren Tyler) (জন্ম: ১ জুলাই, ১৯৭৭) একজন মার্কিন অভিনেত্রী ও মডেল। তিনি ১৪ বছর বয়সে মডেলিং দিয়ে গণমাধ্যমে পদার্পণ করেন, কিন্তু এক বছর পূর্ণ হবার আগেই তিনি মডেলিংয়ের পরিবর্তে অভিনয়ের প্রতি বেশি আকৃষ্ট হওয়া শুরু করেন। ১৯৯৪ সালে সাইলেন্ট ফল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাভিনয়ে তার অভিষেক ঘটে। এরপর তিনি [[এম্পায়ার রেকর্ডস (১৯৯৫), হিভি (১৯৯৬), ও দ্যাট থিং ইউ ডু! (১৯৯৬) চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯৬ সালে তাঁর অভিনীত স্টিলিং বিউটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও ইনভেন্টিং দ্য অ্যাবটস (১৯৯৭) ও কুকি’স ফরচুন (১৯৯৯) চলচ্চিত্রে তাঁর অভিনয়ও সমালোচকদের দৃষ্টি কাড়তে সমর্থ হয়।

লিভ টাইলার
২০০৮ সালের জুনে চলচ্চিত্র দি ইনক্রেডিবল হাক
মুক্তি পাবার দিন লিভ টাইলার
জন্ম
লিভ রান্ডগ্রেন
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৯৪–বর্তমান
দাম্পত্য সঙ্গীরয়স্টোন ল্যাংডন
(২০০৩–২০০৮)

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে টাইলারের পরিচিতি শুরু দ্য লর্ড অফ দ্য রিংস চলচ্চিত্রে এল্‌ফ মেইডেন আরওয়েনের ভূমিকায় অভিনয় করার মাধ্যমে। এরপর তিনি জার্সি গার্ল (২০০৪), স্বাধীন চলচ্চিত্র লোনসাম জিম (২০০৫), নাট্য চলচ্চিত্র রাইন ওভার মি (২০০৭) সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়া তিনি বড় বাজেটের ছবি, যেমন: আরমাগেদন (১৯৯৮), দ্য স্ট্রেঞ্জার্স (২০০৮), দ্য ইনক্রেডিবল হাক (২০০৮) চলচ্চিত্রেও বিভিন্ন ভূমিকায় অভিনয় করেন।

২০০৩ সালে টাইলার জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)-এর একজন শুভেচ্ছাদূত। এছাড়াও তিনি গিভেঞ্চি সুগন্ধী ও প্রসাধনীর একজন মুখপাত্র। ২০০৩ সালে তিনি স্পেসহগ ব্যান্ডের সঙ্গীতশিল্পী রয়স্টোন ল্যাংডনকে বিয়ে করেন। ২০০৪ সালের ১৪ ডিসেম্বর তাঁদের একমাত্র সন্তান মিলোর জন্ম হয়। পরবর্তীতে ২০০৮ সালের মে মাসে এই দম্পতি তাঁদের আলাদা হয়ে যাবার কথা ঘোষণা করেন।

প্রাথমিক জীবন সম্পাদনা

নিউ ইয়র্ক সিটির মাউন্ট সিনাই হাসপাতালে লিভ টাইলারের জন্ম।[১] তিনি ছিলেন তাঁর বাবা-মায়ের প্রথম কন্যা। টাইলারের মা বেবে বিউয়েল পেশায় ছিলেন একজন মডেল, কণ্ঠশিল্পী। এছাড়া তিনি ছিলেন একজন প্রাক্তন প্লেমেট, এবং টাইলারের বাবা স্টিভ টাইলার ছিলেন অ্যারোস্মিথ ব্যান্ডের একজন সঙ্গীতশিল্পী।[২] মায়ের ইচ্ছায় নরওয়েজীয় অভিনেত্রী লিভ উলম্যানের নাম অনুসারে তাঁর নাম লিভ টাইলার রাখা হয়। ৫ মার্চ, ১৯৭৭ সালে এক টিভি গাইড-এর সংখ্যায় তাঁর মা লিভ উলম্যানের ছবি দেখতে পান।[১][৩] লিভ টাইলারের তিন জন সৎ ভাই-বোন আছে। তাঁরা হচ্ছে মিয়া টাইলার (জন্ম: ১৯৭৮),[৪] চেলসি অ্যানা ট্যালারিকো (জন্ম: ১৯৮৯), এবং ট্যাজ মনরো ট্যালারিকো (জন্ম: ১৯৯২)।[৫] টাইলারের নানী ডরোথি জনসন প্রটোকল স্কুল অফ ওয়াশিংটনের গোড়াপত্তন করেছিলেন।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. (Buell ও Bockris 2002, পৃ. 164)
  2. Reinhart, Ernst (২০০৮-০৬-০১)। "Tyler Liv's life to the full"The Daily Telegraph (Australia)। ২০১৩-০১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০১-০৭  অজানা প্যারামিটার |coauthors= উপেক্ষা করা হয়েছে (|author= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)
  3. "Hello Magazine Profile — Liv Tyler"Hello!। Hello! Ltd। ২০০৮-০৬-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৬-২৩ 
  4. Freidman, Roger (২০০৩-০৫-০১)। "Liv Tyler's Wedding Makes Her Lady of the Rings"Fox News। ২০০৮-১২-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০১-০৯ 
  5. Silverman, Stephen M. (২০০৫-০২-২১)। "Steven Tyler and Wife Split After 17 Years"People। ২০১২-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০১-০৯ 
  6. Morris, Bob (২০০৪-১১-২১)। "Manners in the Time of Flu"The New York Times। সংগ্রহের তারিখ ২০০৯-০১-১৩ 

আরো পড়ুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা